• এসে গিয়েছে সাত কোটির রোবট, এ মাসেই অস্ত্রোপচার চালু হতে পারে এসএসকেএমে
    আনন্দবাজার | ০৩ জুলাই ২০২৫
  • এসএসকেএম হাসপাতালে বসল রোবট। চলতি মাসেই রাজ্যের এই সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি চালুর পরিকল্পনা করেছেন চিকিৎসকেরা। স্বাস্থ্য দফতর সূত্রের দাবি, পূর্বাঞ্চলে এই প্রথম কোনও সরকারি মেডিক্যাল কলেজে রোবটের মাধ্যমে অস্ত্রোপচার হবে। প্রয়োজন অনুযায়ী কোন রোগীরা প্রথমে সুযোগ পাবেন, সেই তালিকাও প্রাথমিক ভাবে প্রস্তুত বলে খবর।

    গত শুক্রবার এসএসকেএমের নতুন বহির্বিভাগ ভবনের পাঁচতলার অপারেশন থিয়েটারে বসানো হয়েছে ওই রোবট। দিনকয়েকের মধ্যে প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিরা এসে খতিয়ে দেখবেন, রোবটটি ঠিক মতো বসানো হয়েছে কিনা। তার পরেই মিলবে অস্ত্রোপচার শুরু করার ছাড়পত্র। বিদেশি সংস্থার তৈরি ওই রোবট কিনতে খরচ হয়েছে প্রায় সাত কোটি টাকা। জানা যাচ্ছে, বছর পাঁচেক আগে এসএসকেএম কর্তৃপক্ষের রোবোটিক সার্জারি চালুর প্রস্তাবে সায় দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এর পরেই শুরু হয় প্রস্তুতি। পিজি-র মূল ভবনের উল্টো দিকের বহির্বিভাগে তৈরি করা হয় রোবোটিক সার্জারির ও টি। পুরো বিষয়টির জন্য কয়েক জন চিকিৎসককে নিয়ে একটি কমিটিও গড়া হয়। রোবট কিনতে দরপত্র ডাকে স্বাস্থ্য ভবন। গত ১০ মার্চ বিদেশি সংস্থাটি রোবট বসানোর ছাড়পত্র পায়। কী ভাবে রোবট কাজে লাগানো হবে, তা নিয়ে রূপরেখা তৈরি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আপাতত স্থির হয়েছে, শল্য, স্ত্রী-রোগ, ইউরোলজি বিভাগের রোগীদের জটিল অস্ত্রোপচারগুলি করা হবে।

    এর জন্য ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়েছেন পিজি-র চিকিৎসক, নার্স-সহ কর্মীরা। শল্য, স্ত্রী-রোগ, ইউরোলজি বিভাগের দু’জন করে শিক্ষক-চিকিৎসক, দু’জন নার্স এবং দু’জন ও টি টেকনিশিয়ান গত জুনে প্রশিক্ষণ নিয়েছেন। আগামী দিনে অন্য বিভাগের চিকিৎসকদেরও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে, জানান হাসপাতাল কর্তৃপক্ষ। কলেজ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ওই তিনটি বিভাগ ছাড়া এখন অন্য কোনও বিভাগের কোনও রোগীর যদি রোবোটিক সার্জারির প্রয়োজন হয়, তারও ব্যবস্থা করা হবে।

    তখন সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রস্তাব পাঠাতে হবে রোবট কমিটির কাছে। সদস্যেরা সেটি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তখন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে ওই সংশ্লিষ্ট বিভাগের এক জন চিকিৎসকও অস্ত্রোপচারে থাকবেন। জানা যাচ্ছে, কেমব্রিজের তৈরি রোবটটি পুরোপুরি সফটওয়্যার-ভিত্তিক। যে সমস্ত চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের মুখমণ্ডলের ছবি (ফেসিয়াল রিকগনিশন)-তে চালু হবে রোবট। চারটি হাত (আর্ম) বিশিষ্ট রোবটটির আগামী দিনে প্রযুক্তিগত যত উন্নতি হবে, সবই বিনামূল্যে প্রস্তুতকারী সংস্থা তাঁদের দেবে বলে জানান পিজি-র রোবট কমিটির আহ্বায়ক, শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার।

    দীপ্তেন্দ্র বলেন, ‘‘আগামী ১০ বছরের জন্য রাজ্যের সঙ্গে প্রস্তুতকারী সংস্থার এই চুক্তি হয়েছে। মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্তেরাও এ বার শল্য চিকিৎসার সব থেকে উন্নত প্রযুক্তির সুযোগ পাবেন। উত্তর-পূর্ব ভারতে সরকারি জায়গায় এটাই প্রথম।’’ তিনি আরও জানান, সরকারি জায়গায় এই পরিষেবা চালুর ফলে চিকিৎসক-পড়ুয়া থেকে জুনিয়র চিকিৎসকেরাও সহজেই রোবোটিক সার্জারি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।
  • Link to this news (আনন্দবাজার)