• ‘ফাইভ স্টার’ পারফরম্যান্স! খিদিরপুরকে উড়িয়ে কলকাতা লিগে জয়ের সরণিতে ভবানীপুর
    প্রতিদিন | ০৩ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে ‘ফাইভ স্টার’ পারফরম্যান্স ভবানীপুর ক্লাবের। বুধবার বারাকপুর স্টেডিয়ামে খিদিরপুরকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন শাহিদ রমনের ছেলেরা। প্রথম ম্যাচের ভুল শুধরে এভাবে দাপুটে পারফরম্যান্স করে ম্যাচ জিতে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট অর্জন করল ভবানীপুর।

    বুধবার ম্যাচের আগে মানসিকভাবে কিছুটা এগিয়ে শুরু করেছিল খিদিরপুর। কারণ প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছিল উয়ারিকে। অন্যদিকে, এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে খেয়ে অ্যাসোস রেনবোর সঙ্গে ড্র করেছিল ভবানীপুর। তাই এদিন জেতাকেই পাখির চোখ করে নেমেছিল তারা।

    ম্যাচেও দেখা গেল রমনের ছেলেদের মরিয়া প্রয়াস। দাপট দেখিয়েই শুরু করেন ভবানীপুরের ফুটবলাররা। তবে প্রথম গোল পেতে তাঁদের অপেক্ষা করতে হয়েছিল ২৯ মিনিট পর্যন্ত। খাঙ্গেম্বাম বিদ্যাসাগর সিং এগিয়ে দেন ভবানীপুরকে। এরপর কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি। ১ গোলে এগিয়ে বিরতিতে যায় ভবানীপুর।

    দ্বিতীয়ার্ধেও আগ্রাসন বজায় রাখে ভবানীপুর ক্লাব। ৫৬ মিনিটে বিদ্যাসাগরের গোলে ব্যবধান বাড়ে। এখানেই শেষ নয়। দ্বিতীয় গোলের পাঁচ মিনিটের ব্যবধানে ভবানীপুরকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন দীপ। ৭২ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বিদ্যাসাগর। ৮৭ মিনিটে খিদিরপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মিডফিল্ডার ফিজাম সানাথোই মিতেই। সব মিলিয়ে দুর্দান্ত দাপট দেখিয়ে কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে জয়ের সরণিতে ফিরল ভবানীপুর।

    কলকাতা লিগের অন্য ম্যাচে শ্রীভূমি এফসি’র বিরুদ্ধে ড্র করেছে ডায়মন্ড হারবার এফসি। ইউনাইটেড এসসি ০-১ গোলে পরাজিত হয়েছে ইউনাইটেড কলকাতা এসসি’কে। অপর ম্যাচে উয়ারি ১ গোলে জয়লাভ করে সাদার্ন সমিতির বিরুদ্ধে।
  • Link to this news (প্রতিদিন)