• আজ কলকাতা লিগে মোহনবাগানের প্রতিপক্ষ কালীঘাট, প্রথম জয়ের খোঁজে সবুজ-মেরুন
    প্রতিদিন | ০৩ জুলাই ২০২৫
  • স্টাফ রিপোর্টার: প্রথম ম্যাচে দল হেরেছে। সমর্থকরা হতাশ হয়ে ফিরেছেন। সেই হতাশা কাটিয়ে বৃহস্পতিবার ফের মাঠে নামতে চলেছে মোহনবাগান। এবারে তাদের প্রতিপক্ষ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। গত ম্যাচে পাঠচক্রের কাছে হেরে গিয়েছিল কালীঘাট। তাদের কাছেও এই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর লড়াই।

    আরএফডিএলে নামার আগে দল তৈরি করার লক্ষ্যেই এবারে ঘরোয়া লিগে একঝাঁক তরুণ ফুটবলাররে নিয়ে দল গঠন করেছে মোহনবাগান। তাই প্রথম ম্যাচে পুলিশ এসির কাছে হারলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো। মাত্র দুই সপ্তাহের অনুশীলনে ঘরোয়া লিগ খেলতে নামতে হয়েছে।

    দলের ফিটনেস সমস্যা রয়েছে, সেটাও মানছেন মোহনবাগান কোচ। তবে ধীরে ধীরে দল উন্নতি করবে এটা আশা তাঁর। বৃহস্পতিবার প্রথম এদাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে মোহনবাগনের। প্রাথমিকভাবে গত ম্যাচে চোট পাওয়া রক্ষণভাগের ফুটবলার উমের মুথেরের বদলে আসতে চলেছেন আদিত্য মণ্ডল। আক্রমণভাগে থাইবাঙ্গনাংবা পাঙ্গবামের বদলে করন রাইয়ের শুরু থেকে খেলার সম্ভাবনা রয়েছে।

    এদিন মোহনবাগান ফুটবলাররা অনুশীলন করল রাজারহাটের সেন্টার অফ এক্সলেন্সের কৃত্রিম ঘাসের মাঠে। অনুশীলন শেষে মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো বলেন, “এই ম্যাচটা যথেষ্টই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। লক্ষ্য একই থাকবে, সেটা ডেভলপমেন্ট। আগের ম্যাচ নিয়ে বিশ্লেষণ করার পাশাপাশি প্রতিপক্ষ দলের আগের ম্যাচের হাইলাইটস দেখেছি। তবে দু’সপ্তাহের প্রস্তুতিতে খুব ভালো ফল প্রত্যাশা করা উচিত নয়। ফুটবলাররা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে আগের ম্যাচে। তবে ফিটনেস সমস্যা আছে।” তবে খেলা নৈহাটি স্টেডিয়ামের ঘাসের মাঠে হলেও এদিন কৃত্রিম ঘাসের মাঠে অনুশীলন করা নিয়ে খুব একটা সমস্যা হবে না বলে মনে করছেন মোহনবাগান কোচ।

    আজ কলকাতা লিগে
    মোহনবাগান বনাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন
    নৈহাটি স্টেডিয়াম, দুপুর ৩.০০, সরাসরি এসএসইএন অ্যাপে
  • Link to this news (প্রতিদিন)