নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারিভাবে ভারতীয় কোচের পদ থেকে অব্যাহতি পেলেন মানোলো মার্কুয়েজ। বুধবার ফেডারেশনের কার্যসমিতির বৈঠকে সর্বসম্মতভাবে স্প্যানিশ কোচের পদত্যাগ পত্র গৃহীত হল। একইসঙ্গে পরবর্তী জাতীয় কোচের জন্য বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নেবে টেকনিক্যাল কমিটি। তাঁদের মধ্যে থেকে সেরা ব্যক্তিকেই জাতীয় দলের দায়িত্ব দেওয়া হবে। এই সিদ্ধান্ত নেবেন কার্যসমিতির সদস্যরা। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ভারতীয় কোচের পদে সঞ্জয় সেন ও খালিদ জামিলের নাম ঘোরাফেরা করছে।
এদিকে, জাতীয় দলে স্ট্রাইকার সমস্যা মেটাতে আইএসএল ও আই লিগে বিদেশি সংখ্যা কমানোর ব্যাপারে ভাবনা চিন্তা করছে ফেডারেশন। পাশাপাশি আই লিগে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দল খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী দিনে স্যাফ অ্যাসোসিয়শনের সঙ্গে যুক্ত দেশের খেলোয়াড়রা ঘরোয়া ফুটবলার হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল কিংবা মালদ্বীপের ফুটবলারদের আর বিদেশি হিসেবে গণ্য করা হবে না।