• শুরু অমরনাথ যাত্রা, প্রথম দিনেই রওনা ৫৮৯২ পুণ্যার্থীর
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • জম্মু: শয়ে শয়ে ভক্তের মুখে ‘বম বম ভোলে’ আর ‘হর হর মহাদেব’ স্লোগান। জম্মু ও কাশ্মীরের গুহাতীর্থ অমরনাথের উদ্দেশে রওনা দিলেন প্রথম দফার পুণ্যার্থীরা। বুধবার কড়া নিরাপত্তা ঘেরাটোপে সাড়ে পাঁচ হাজারেরও বেশি তীর্থযাত্রী ভোররাত সাড়ে ৪টে নাগাদ ভগবতী নগর বেসক্যাম্প থেকে অমরনাথ যাত্রা শুরু করেন। পতাকা নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। আগামী ৩৮ দিন ধরে ৩ হাজার ৮৮০ মিটার উচ্চতায় থাকা ওই মন্দিরে যাত্রা করবেন দেশের নানা প্রান্তের হাজার হাজার ভক্ত। মোট ৩ লক্ষ ৩১ হাজার পুণ্যার্থী এবছর নাম নথিভুক্ত করেছেন। আগামী ৯ আগস্ট শেষ হবে অমরনাথ যাত্রা। সফরের দু’টি রুট রয়েছে। একটি নুঙ্গাওয়ান-পহেলগাঁওয়ের ৪৮ কিলোমিটার পথ ও অপরটি বালতালের ১৪ কিলোমিটার রুট। এদিন মোট ৫ হাজার ৮৯২ জন পুণ্যার্থী যাত্রা শুরু করেন। তাঁদের মধ্যে ১ হাজার ১১৫ জন মহিলা, ৩১টি শিশু এবং ১৬ জন রূপান্তরকামী রয়েছেন।
  • Link to this news (বর্তমান)