হাওড়ায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে আলমপুরের একটি পিচ কারখানায় আগুন লাগে। সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ স্থানীয়রা সেই কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখেন। সেই সময়ে কারখানায় অনেক শ্রমিকও ছিলেন। স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। পরে আরও দুটো ইঞ্জিন যায়। সাঁকরাইল থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও আগুন নেভেনি। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে ওই কারখানার সামনে দুটো লরিতে পিচ ভরা হচ্ছিল। সে সময়ে কারখানার ভিতরে ১৫-২০ জন শ্রমিক কাজ করছিলেন। সূত্রের খবর, কারখানায় পিচ রিফাইন করার সময়ে কোনও ভাবে সেখানে বিস্ফোরণ হয়। তার জেরেই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
সূত্রের খবর, বিস্ফোরণের পরেই কারখানার ভিতরে থাকা শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
পুলিশ কমিশনার পারভিন কুমার ত্রিপাঠী বলেন, ‘আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসা না পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা বোঝা সম্ভব নয়।’ সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল বলেন, ‘আমি খবর পাওয়ার পরেই দমকলমন্ত্রী-সহ অনেককেই খবর দিই। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কোনও প্রাণহানি হয়নি। আশেপাশে অনেক প্লাস্টিকের কারখানা ছিল। কিন্তু আগুন বড় আকার ধারণ না করায় অনেকটা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।’