• ভোট পরবর্তী হিংসা রুখতে কালীগঞ্জের মোলান্দিতে স্থায়ী ক্যাম্প বসানোর সিদ্ধান্ত পুলিশের
    এই সময় | ০৩ জুলাই ২০২৫
  • ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল কালীগঞ্জের মোলান্দি গ্রাম। এ বার সেই গ্রামেই স্থায়ী পুলিশ ক্যাম্প হচ্ছে। কালীগঞ্জের উপনির্বাচনের ফল প্রকাশের পরেই বিজয় উৎসবে মেতে উঠেছিল রাজ্যের শাসকদল তৃণমূল। তৃণমূলের বিজয় উৎসব চলার সময়ে বোমার আঘাতে নিহত হয়েছিল ১৩ বছরের তামান্না খাতুনের। ওই ঘটনার পরে গ্রাম থেকে বহু সকেট বোমাও উদ্ধার হয়েছিল। কৃষ্ণনগর পুলিশ ঘটনার দিন এলাকায় পিকেট বসিয়েছিল।

    পুলিশ সূত্রের খবর, এলাকার বাসিন্দাদের নিরাপত্তা দিতে সেখানে স্থায়ী ক্যাম্প খোলা হচ্ছে। এতদিন পর্যন্ত সেখানে অস্থায়ী ক্যাম্প ছিল। এ বার থেকে স্থায়ী ক্যাম্প থাকবে। মোলান্দি গ্রামে একটি নির্মীয়মান বাড়িতে এই পুলিশ ক্যাম্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোলান্দি গ্রাম থেকে কালীগঞ্জ থানা বেশ কয়েক মাইল দূরে। তাই কোনও ঘটনা ঘটলে মোলান্দি গ্রামে আসতে পুলিশের অনেকটা সময় লেগে যেত। এ ছাড়াও গ্রামে যাতে কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এলাকায় যাতে শান্তি বজায় থাকে, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কৃষ্ণনগর পুলিশ সূত্রের খবর।

    এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, ক্যাম্প করার জন্য স্থানীয় এক বাসিন্দার বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে দু’জন অফিসার, পাঁচজন ফোর্স এবং ১০ জন সিভিক ভলান্টিয়ার দিয়ে এই ক্যাম্প চালু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮-৯ জুলাইয়ের মধ্যে মোলান্দিতে পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

    প্রসঙ্গত, ঘটনার দিনই কালীগঞ্জ থানায় ২৪ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশ তদন্ত নেমে এখনও পর্যন্ত ঘটনার মূল অভিযুক্ত-সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। বাকি ১৫ জনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

  • Link to this news (এই সময়)