• মন্তেশ্বর বিক্ষোভের মুখে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, দেখানো হলো কালো পতাকা
    এই সময় | ০৩ জুলাই ২০২৫
  • নিজের বিধানসভা এলাকায় দলের কর্মীদের তুমুল বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৃহস্পতিবার মন্তেশ্বরের মালডাঙা বাজারে ঢুকতেই কালো পতাকা দেখানো হয় তাঁকে। মন্ত্রীকে ঘিরে স্লোগান দিতেও দেখা যায় তৃণমূলের একদল কর্মী সমর্থককে। স্লোগানে বলা হয়, ‘সিদ্দিকুল্লা হায় হায়, মন্তেশ্বর তোমাকে চায় না।’

    সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে মালডাঙায় যান মন্তেশ্বরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী। তাঁকে দেখেই গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্যরা চিৎকার করতে শুরু করেন। তাঁকে কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগের তির মন্ত্রীর নিজের দল তৃণমূলের একদল কর্মী-সমর্থকদের বিরুদ্ধেই। ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হন সিদ্দিকুল্লা। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তৃণমূলের একাধিক কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের।

    বিক্ষোভকারীদের অভিযোগ, ‘সিদ্দিকুল্লা পরিযায়ী বিধায়কের মতো মন্তেশ্বরে আসেন। তাও কেবলমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করতে।’ স্থানীয়দের আরও অভিযোগ, ‘বিধায়কের থেকে কোনও পরিষেবা পাওয়া যায় না। সেই কারণে ওনাকে মন্তেশ্বরের মানুষ চান না।’

    সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, ‘বিক্ষোভকারীরা কেউ দলের সদস্য নয়। এরা গুণ্ডা। আমার নামে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। আমি কোনও দিন এদের দলে দেখিনি।’ এ ছাড়াও, এ দিন মন্তেশ্বর, মালডাঙা, কুসুমগ্রামে ৮ এবং ৯ তারিখ সভা করার কথাও জানান তিনি।

  • Link to this news (এই সময়)