• একটানা বৃষ্টি হবে বাংলায়, আজ ৫ জেলা কাঁপাবে ভারী বর্ষণ, আবহাওয়ার বিরাট আপডেট...
    আজকাল | ০৩ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্বস্তি নেই। একটানা ঝড়বৃষ্টিতে ভোগান্তি বাড়বে বাংলায়। নিম্নচাপ পরলেও একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। আজ থেকে সপ্তাহান্ত পর্যন্ত কয়েকটি জেলায় বাড়বে বৃষ্টির দাপট। একাধিক জেলায় জারি রয়েছে আবহাওয়ার চরম সতর্কতা। 

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    আগামিকাল, শুক্রবার বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। 

    অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। 
  • Link to this news (আজকাল)