গেরুয়া শিবিরের ব্যাটন বদল, আজ থেকেই বিজেপির 'শমীক জমানা', ঘোষণা করল দল...
আজকাল | ০৩ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জল্পনা ছিল, বৃহস্পতিবারই নাম ঘোষণা করবে দল। হলও তাই। বৃহস্পতিবার বিজেপি ঘোষণা করল, রাজ্য বিজেপির নতুন সভাপতি, শমীক ভট্টাচার্যর নাম। আজ থেকেই বঙ্গ বিজেপিতে সূচনা 'শমীক জমানা'র। বিধানসভা ভোটের আগে, রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের ব্যাটন বদল গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
দিলীপ পর্ব পেরিয়ে সুকান্ত জমানা। সেই জমানার যবনিকা পতন ঘটবে, তা জানাই ছিল। ওই জুতোয় পা কে গলাবেন? গত কয়েকদিনের চর্চায় তাও স্পষ্ট ছিল একপ্রকার। সোমবার রাত থেকে যেন দুইয়ে দুইয়ে মিলে যাওয়ার ছবি স্পষ্ট হচ্ছিল। বুধবার সত্যি হয় জল্পনা। স্পষ্ট হয়ে যায় সুকান্ত মজুমদারের পর, বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য।
শমীকই যে বিজেপির নতুন রাজ্যসভাপতি হতে চলেছেন তা নিয়ে জল্পনা ছিলই। তবে সেই জল্পনা আর তা সত্যি হওয়ার মাঝে নাটকীয় মোড়ও রয়েছে। শমীকের দিল্লি সফর, রুদ্ধদ্বার বৈঠক, শীর্ষনেতার সম্মতি এবং দিল্লি থেকে ফিরেই একেবারে শেষ মুহূর্তে মনোনয়ন জমা যেমন একদিকে। অন্যদিকে শমীকের সঙ্গেই বিজেপির আরেক নেতা মনোনয়ন দিয়েছিলেন বলে খবর সূত্রের। সূত্রের খবর, পটাশপুরের বিজেপি নেতা আচমকা এই লড়াইয়ের মাঝে ঢুকে পড়েন। যদিও বেশকিছু কারণে তাঁর মনোনয়ন গ্রাহ্য হয়নি বলে জানা গিয়েছে। নিয়ম মাফিক, বুধবারের নির্দিষ্ট সময়ের মধ্যে আর কেউ মনোনয়ন জমা দেননি। শমীকও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে নেননি।
আর কালবিলম্ব না করে, বৃহস্পতিবারেই শমীকের নাম ঘোষণা করে দিল দল। রাজ্য সভাপতির সংবর্ধনা সভায় উপস্থিত থেকে, প্রাক্যন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নতুন সভাপতির নাম শমীক ভট্টাচার্য হলেও, লড়াই করবেন সকলে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে।