নির্বাচন না হওয়া পর্যন্ত সব কলেজের ইউনিয়ন রুম বন্ধ, বড় নির্দেশ হাইকোর্টের
আজ তক | ০৩ জুলাই ২০২৫
কসবায় আইনে কলেজে ছাত্রীকে গণধর্ষণের পর ঘটনার পর শাসক দলের ছাত্র সংগঠনের ভূমিকা আতসকাঁচের তলায়। বহুকাল ধরে ছাত্র নির্বাচন হয়নি রাজ্যের কলেজগুলিতে। অথচ ইউনিয়ন রুম খোলা! এনিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। ওই মামলাতেই বড় নির্দেশ দিল আদালত। সাফ জানাল, যতদিন না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, ততদিন রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দেয়, রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ইউনিয়ন রুম বন্ধ নোটিস জারি করতে হবে। এই ঘরগুলি বন্ধ রাখতে হবে। কোনও ধরনের কাজকর্ম সেখানে করা যাবে না। কোনও দরকার হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে যথোপযুক্ত কারণ দেখিয়ে লিখিত আবেদন করতে হবে।
গত কয়েক বছর ধরে রাজ্যে থমকে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ওই মামলাতেই বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, নির্বাচন না হলেও ইউনিয়ন চলছে কলেজগুলিতে। যা সম্পূর্ণ বেআইনি। রাজ্য সরকারের হলফনামার কথাও উল্লেখ করেন। যে হলফনামায় উচ্চশিক্ষা দফতর জানিয়েছিল, রাজ্যের কোনও কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। ফলে ইউনিয়নরুম খোলা রাখার পক্ষে কোনও প্রকৃত কারণ নেই।
নির্বাচন না হলেও কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে কিনা, তা জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ। মামলাকারী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, কোনও কলেজে এমন কিছু দেখেননি। আগামী ১৬ জুলাই মামলার শুনানি। তার আগে হলফনামা দিতে হবে রাজ্যকে।
আদালতের এই রায়ের পর এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন,'দিনের পর দিন এই ইউনিয়ন রুমে নানা ধরনের বেআইনি কাজকর্ম চলছে। বহিরাগতদের বের করে দেওয়ার ব্যবস্থা করুক আদালত'।