বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সিবিআই। ওই চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের। বেলেঘাটার বিধায়কের পাশাপাশি চার্জশিটে নাম রয়েছে দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের। চার্জশিটে মোট ১৮ জনের নাম রয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পরের দিন কাঁকুরগাছির বাসিন্দা অভিজিৎ সরকারের রহস্যমৃত্যু হয়। তিনি বিজেপির কর্মী ছিলেন বলে দাবি। ভোটের ফল প্রকাশের পর অভিজিতের দেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় পড়ে রাজ্য রাজনীতিতে। অভিজিৎকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে বলে অভিযোগ করে তাঁর পরিবার।
পরে এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিতের দাদা। হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। প্রথম থেকেই অভিজৎকে খুনের ঘটনায় পরেশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ২০২১ সালের ২৫ অগাস্ট মামলা রুজু করে সিবিআই। কলকাতার নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করা হয়। ভোট পরবর্তী হিংসায় অভিজিতের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে, এই মামলায় ২০২১ সালের ৬ অগাস্ট ১৫ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াড। ওই বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিটে ২০ জন অভিযুক্তের নাম উল্লেখ করেছিল সিবিআই। যার মধ্যে ১৫ জনের নামই রাজ্য পুলিশের চার্জশিটে ছিল। এবার সিবিআইয়ের আরও এক সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক ও ২ কাউন্সিলরের নাম উল্লেখ করা হল। যা এই পর্বে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।