• সৌগত রায়ের শারীরিক অবস্থা ঠিক কেমন? ভাই তথাগত তুললেন 'ভুল খবর'-এর অভিযোগ
    আজ তক | ০৩ জুলাই ২০২৫
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।  শাসকদলের সাংসদের শারীরিক অবস্থা নিয়ে নানা সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হচ্ছে। এনিয়ে কিছুটা ক্ষুব্ধ সৌগত রায়ের ভাই বিজেপি নেতা তথাগত রায়। অনেক সংবাদমাধ্যম দাবি করেছে যে সৌগত রায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। তবে, তথাগত জানিয়েছেন যে তৃণমূল সাংসদের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

    বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত। পোস্টে তিনি লেখেন, 'সৌগত হাসপাতালে ভর্তি হয়েছিল একাধিক সমস্যা নিয়ে, তার মধ্যে হৃদযন্ত্রও ছিল। ডাঃ মনোজ সাহা হৃদযন্ত্রের বিশেষজ্ঞ, স্নায়ুর নন। পরে দেখা যায় ওর আসল সমস্যা স্নায়ু ও মস্তিষ্কের। স্নায়ু বিশেষজ্ঞ, যাঁরা সৌগতকে দেখেছেন, তাঁরা হলেন ডাঃ মনোজ মাহাতা ও ডাঃ কল্যাণব্রত ভট্টাচার্য। এখন সৌগতর অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সাধারণের জ্ঞাতার্থে প্রচারিত।'

    সৌগত রায় যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, মঙ্গলবার সেই হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সৌগত রায় অনিদ্রা, স্নায়ুর ব্যথা এবং বিষণ্ণতার জন্য অনেক ওষুধ খাচ্ছিলেন। তিনি পেন কিলারও খাচ্ছিলেন। আরও অবশতা এবং কিডনিতে আঘাতের ঝুঁকির কারণে সমস্ত ওষুধ বন্ধ করা হয়েছে। বর্তমানে তিনি তন্দ্রাচ্ছন্ন, কিন্তু উত্তেজনাপূর্ণ, কথা এখনও জড়িয়ে যাচ্ছে। তাঁকে রাইলস টিউবে খাওয়ানো হচ্ছে। ইউরিনারি ক্যাথেটার, IV অ্যান্টিবায়োটিক এবং নেবুলাইজার, IV তরল দেওয়া হচ্ছে। শরীরে পটাশিয়ামের আধিক্য আছে। এ ছাড়াও, শ্বাসনালিতে সংক্রমণ হয়েছে। কিডনির সমস্যা ধরা পড়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে। ইনসুলিনও দিতে হয়েছে। আরও বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে সৌগতের। তাঁর স্পিচ এবং সোয়ালো থেরাপির প্রয়োজন।

    অক্ষয় তৃতীয়ার দিন আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দমদমের সাংসদ সৌগত রায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে বেলঘরিয়ার হাসপাতাল এবং পরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
  • Link to this news (আজ তক)