গৃহবধূর শ্বশুরবাড়ি-বাপেরবাড়ির মধ্যে মারামারি, মৃত ১, জখম ৪
বর্তমান | ০৩ জুলাই ২০২৫
সংবাদদাতা, মাথাভাঙা: বাপেরবাড়ি থেকে ফিরে আসার পর স্ত্রীকে বাড়িতে ঢুকতে দেননি স্বামী। সেই ঘটনার জেরে আজ, বৃহস্পতিবার সকালে শুরু হয় গোলমাল। খবর পেয়ে বাপেরবাড়ির লোকজন মেয়ের শ্বশুরবাড়িতে আসেন। শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। পরে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, তাতেই গুরুতর জখম হন স্ত্রীর শ্বশুর। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা-১ ব্লকের বৈরাগিরহাট এলাকার দুয়াইসুয়াই গ্রামে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দেবেশ্বর বর্মন (৫৪)।পুলিস সূত্রে খবর, দেবেশ্বরবাবুর ছেলে তাপসের স্ত্রীর নাম পূর্ণিমা। তিনি তাঁর ভাই অলকচাঁদের ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলেন। এরপর পূর্ণিমাদেবী বাড়িতে ফিরতেই তাঁকে তাপস ঘর থেকে বের করে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে আজ সকালে গৃহবধূর বাবা অনাথচন্দ্র ও ভাই অলকচাঁদ তাপসের বাড়িতে আসেন। তাপসের বাবা দেবেশ্বর-সহ গৃহবধূর শ্বশুরবাড়ির পরিজনদের সঙ্গে শুরু হয় বচসা। পরে তা হাতহাতিতে রূপান্তরিত হয়। তাতে জখম হয়ে মৃত্যু হয় দেবেশ্বরবাবুর। গুরুতর জখম চারজন। বর্তমানে আহতরা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিস ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে। অন্যদিকে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মাথাভাঙা থানার পুলিস।