বৈদ্যবাটিতে যুগলের রক্তাক্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা ধন্দে পুলিস
বর্তমান | ০৩ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: যুগলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হুগলির বৈদ্যবাটিতে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম মণীশ ভাদুড়ি ও অপর্ণা মাঝি। তাঁরা বৈদ্যবাটির ১৮ নং ওয়ার্ডের সীতারাম বাগান এলাকায় একটি ভাড়া বাড়িতে একসঙ্গেই থাকতেন। লিভ-ইন সম্পর্কে ছিলেন মণীশ ও অপর্ণা। এমনটাই জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর।এলাকাবাসীরা জানিয়েছেন, মণীশ কাজ করতেন একটি ঢালাইয়ের কারখানায়। অপর্ণা পরিচারিকার কাজ করতেন। গত তিন বছর ধরে ওই ভাড়া বাড়িতেই থাকতেন তারা। যদিও বৈদ্যবাটির রাজারবাগান এলাকায় নিজস্ব বাড়ি রয়েছে মণীশের। তারপরও কেন অন্য এলাকায় এসে ভাড়া বাড়িতে থাকতেন সেই বিষয়ে উঠেছে প্রশ্ন।স্থানীয়রা জানিয়েছেন, গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে তাঁদের বাড়ি থেকে চিৎকার শোনা যায়। তারপরেই তাঁদের বাড়িতে স্থানীয়রা ছুটে যান। সেখানে গিয়ে দেখেন মণীশ ঘরের বাইরে ও অপর্ণা ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কীভাবে এবং কেন এই ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিস। এটি খুন না কী আত্মহত্যা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।