• বেসরকারি হাসপাতালে হুমকি কাণ্ড: বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব পুলিসের
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের ওয়ারলেস মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে গত মঙ্গলবার এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক গণ্ডগোল হয়। রোগী মৃত্যুর খবর পেয়ে ওই হাসপাতালে গিয়েছিলেন আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তুভ বাগচী। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল বিজেপি নেতা কৌস্তুব বাগচীকে। চিকিৎসকদের রীতিমতো শাসানিও দিতে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ তুলেছিলেন  মৃতের পরিবার ও অন্যান্যরা। চিকিৎসকদের পাশে দাঁড়াতে গতকাল, বুধবার রাতে বারাকপুরের ওই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন সাংসদ পার্থ ভৌমিক।আজ, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলা প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফে চারজনের প্রতিনিধি দল দেখা করেন ওই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। চিকিৎসক ও ঘটনার দিন উপস্থিত হাসপাতালের অন্যান্য কর্মীদের সঙ্গেও দেখা করেন তাঁরা। রোগী মৃত্যুর প্রসঙ্গে হাসপাতালে ঢুকে হুমকি ও শাসানির ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন দীর্ঘক্ষণ ওই হাসপাতালে বৈঠক করেন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁরা বলেন, চিকিৎসকরা কোনওদিন কোনওভাবেই চিকিৎসা ব্যবস্থায় খামতি রাখে না। সেই মোতাবেক গত মঙ্গলবার এই হাসপাতালে যখন একজন রোগী ভর্তি হন তার ১৫ মিনিটের মধ্যেই সমস্ত রকম চিকিৎসা পরিষেবা শুরু দেওয়া হয়েছিল। তারপরেও ওই রোগীকে বাঁচানো যায়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। কিন্তু তারপরেই রোগীর পরিবারেরা কোনও অভিযোগ দায়ের না করলেও বাইরে থেকে বেশ কিছু ব্যক্তি এসে চিকিৎসকদের হুমকি দিতে শুরু করে। যেটা মেনে নেওয়া যায় না।এই ঘটনার প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তভ বাগচী জানিয়েছেন, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। তার জন্য জেলে যেতেও প্রস্তুত আছেন। ইতিমধ্যেই ওই হুমকি ও শাসানির ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিস। ঘটনার দিনের সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আগামী কাল, শুক্রবার বেলা ১১টা নাগাদ হাজিরা দেওয়ার জন্য কৌস্তভ বাগচীকে ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা। 
  • Link to this news (বর্তমান)