হাওড়ার সাঁকরাইলের আলমপুরে পিচ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
বর্তমান | ০৩ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত সকালেই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার সাঁকরাইলে। আজ, বৃহস্পতিবার ১১টা নাগাদ হাওড়ার সাঁকরাইলের আলমপুরে একটি পিচ তৈরির কারখানায় আচমকাই আগুন লাগে। ওই কারখানায় দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতার জেরে তা নেভাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দমকলের কর্মীদের।ঘটনাস্থলে পৌঁছেছে সাঁকরাইল থানার পুলিসও। কারখানার কর্মীরা জানান, অন্যান্য দিনের মতোই তাঁরা এদিন কারখানার ভিতরে কাজ করছিলেন। আচমকাই বিস্ফোরণের হয়। সেই শব্দ শুনেই ছুটে এসে তাঁরা দেখেন আগুন ধরে গিয়েছে কারখানার ভিতরে। সেই আগুন দেখেইে কর্মীরা প্রত্যেকেই নিরাপদে কারখানার বাইরে বেরিয়ে আসেন। সেই কারণেই এই অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত কেউ হতাহত হননি। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় উদ্বিগ্ন এলাকাবাসী।