নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটকে বারাসতের চার শ্রমিক। মিলছে না খাবার। স্বাভাবিকভাবে চরম বিপাকে পড়ে গিয়েছেন চারজন। পুলিস তাদের একপ্রকার জোর করে আটকে রেখেছে বলেই দাবি ওই চার বাঙালি শ্রমিকের। আটক হওয়া শ্রমিকদের নাম পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন- মফিজুল হক, ফারুক আহমেদ থান্ডার, নাসির আহমেদ থান্ডার। তাদের বাড়ি বারাসতের কদম্বগাছিতে।অন্যদিকে আটক আরও এক শ্রমিক হাবিব জমাদারের বাড়ি দেগঙ্গায়। তাঁরা বারাসত থেকে ওড়িশার ভদ্রকে ক’দিন আগে গিয়েছেন শাড়ির ব্যবসা করতে। তারপরেই সেখানে সমস্যায় পড়েন। সেই সমস্যা ও পুলিসি জুলুমের কথা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা। ওই শ্রমিকরা জানিয়েছেন, পুলিস তাঁদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছে। ভারতীয় হওয়ার উপযুক্ত প্রমাণপত্র দেখানো সত্বেও কাজের কাজ কিছুই হয়নি। জল থেকে খাবার কিছুই মিলছে না। স্থানীয় প্রশাসনের কাছে তাঁদের আর্জি দ্রুত বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হোক।