• রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
    দৈনিক স্টেটসম্যান | ০৩ জুলাই ২০২৫
  • পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি হলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপিতে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ শমীক ভট্টাচার্য। এর আগে তিনি বেশ কয়েকবার নির্বাচনে লড়েন। ২০১৪ সালে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও সেই নির্বাচনে জিততে পারেননি তিনি। পরবর্তীকালে, ২০১৪ সালেই বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ২৬ সেপ্টেম্বর ২০১৪-র এই উপনির্বাচনে তৃণমূলের নারায়ণ মুখোপাধ্যায়কে পরাস্ত করেন শমীক ভট্টাচার্য। সেই বারই একক ক্ষমতায় বিজেপি প্রথমবারের জন্য বিধানসভা আসনে জয়লাভ করে।

    শমীক ভট্টাচার্যের জন্ম ১৯৬৩ সালের ৫ নভেম্বর। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন। চলতি বছরের ৩ এপ্রিল তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৮২ সাল থেকে তিনি বিজেপির সঙ্গে যুক্ত, অর্থাৎ আজ থেকে ৪৩ বছর আগে। প্রসঙ্গত, বিজেপি প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ছাত্র সংগঠনের মধ্য দিয়েই তিনি রাজনীতির পাঠ প্রথম শেখেন। দলের একাধিক গুরুত্বপূর্ণ পদ তিনি সামলেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর বক্তব্য মুগ্ধ করেছে মানুষকে।শমীক ভট্টাচার্য প্রচুর পড়াশোনা করেন। লেখেন কবিতাও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)