উল্টোরথ ও মহরম, কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর
দৈনিক স্টেটসম্যান | ০৩ জুলাই ২০২৫
চলতি বছরে একই দিনে উল্টোরথ এবং মহরম। ফলে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দিঘায় রথযাত্রা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। শুধু দিঘা নয়, উল্টো রথ ও মহরম ঘিরে রাজ্যের কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনকে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিধায়ক, মন্ত্রীদের এলাকায় থেকে পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, ‘একই দিনে উল্টোরথ ও মহরম রয়েছে, তাই সজাগ থাকতেই হবে।’ এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, পুলক রায়, বেচারাম মান্না, অরূপ বিশ্বাস, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকগণ। সঙ্গে ছিলেন ইসকন কলকাতার রাধারমণ দাসও।
রথযাত্রার দিন পুলিশের অনুমতি ছাড়া আকাশে কোনও বেসরকারি ড্রোন ওড়ানো যাবে না বলেও জানানো হয়েছে। রথযাত্রার মত উল্টো রথের ক্ষেত্রেও একই নির্দেশ এবং পরিকল্পনা। দিঘায় রথের যাত্রাপথে আগেভাগেই ব্যারিকেড করে দেওয়া হবে। সাধারণ মানুষ ব্যারিকেডের বাইরে থাকবেন এবং রথের রশি তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে। কোনওভাবেই যেন কেউ রাস্তায় নেমে না আসেন, তা নিয়েও কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ এই উৎসবের মাঝে পদপিষ্টের সম্ভাবনা থেকেই যায়। এখানেই শেষ নয়, এই বৈঠকে রথযাত্রার পাশাপাশি শ্রাবণ মাসে তারকেশ্বর ও অন্যান্য এলাকায় শুরু হতে চলা শ্রাবণী মেলাকে ঘিরেও নিরাপত্তার প্রস্তুতির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরই এই সময় প্রচুর ভক্ত সমাগম হয়। যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
নবান্ন সূত্রে খবর, আগামী ৫ জুলাই দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হবে। সেই উপলক্ষে ৪ তারিখ থেকেই দিঘায় পৌঁছে যাবেন রাজ্যের একাধিক মন্ত্রী। তাঁদের মধ্যে রয়েছেন পুলক রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেন। উল্লেখ্য, এদিনের বৈঠকে কেএমডিএ-র কিছু কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে হাওড়া পুরসভা এলাকায় গাছ পড়ে দুই কর্মীর মৃত্যু হয়। তা নিয়েও ক্ষোভ জানান তিনি। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সব দফতরকে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।