• আজ ইসকনে জগন্নাথদেব দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ০৩ জুলাই ২০২৫
  • এবারের রথযাত্রা ছিল মুখ্যমন্ত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিঘায় প্রথমবার পালিত হয়েছে রথযাত্রা। সেখানেই সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে রথের রশিতে টান দেন তিনি। সেকারণেই প্রতিবারের মতো এবারে ইসকনের রথযাত্রায় থাকতে পারেননি। তাই আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টেয় ইসকনে জগন্নাথ দেব দর্শন করতে যাবেন তিনি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সারবেন আরতিও।

    গত কয়েক বছরে মুখ্যমন্ত্রীর রথযাত্রা পালন শুরু হয় ইসকনের রথযাত্রায় জগন্নাথদেবকে আরতি করে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই সূচনা হয় রথযাত্রার। আরতির পর রথের রশিতে টান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার রথযাত্রা কিছুটা অন্যরকম। গত ৭ জুন ছিল রথযাত্রা। উদ্বোধনের পর থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়েছে ভিড়। রথযাত্রার আগেই ৩০ লক্ষের বেশি ভক্ত সমাগম হয়েছে মন্দিরে। সেই মন্দিরের প্রথম রথযাত্রার আয়োজনে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই গত কয়েক বছরের রীতি ভেঙে পৌঁছে গিয়েছিলেন দিঘায়। তাই আজ উল্টোরথের আগেই জগন্নাথ দর্শনে যাবেন তিনি।

    গত ৫৪ বছর ধরে বিশাল সমারোহের সঙ্গে পালিত হয় ইসকনের রথযাত্রা উৎসব। শহরের একাধিক রাস্তা ঘুরে যাত্রা সম্পন্ন হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ দেখতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ। লক্ষ লক্ষ মানুষকে ভোগ খাওয়ানো হয়। ২০২২ সালে ২৫ লক্ষ, ২০২৩ সালও ২৭ লক্ষ মানুষ ভোগ খেয়েছিলেন। এবারেও তার অন্যথা হবে না। এর পাশস্পাশি এবারে রথযাত্রার প্রতি মুহূর্তের আপডেট পৌঁছে দেওয়া হচ্ছে আমজনতার কাছে। কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমণ দাস জানিয়েছিলেন, একটি লিংকে ক্লিক করলেই জানা যাবে, এই মুহূর্তে কোন এলাকায় রয়েছে রথ। এছাড়া কিউ আর কোড স্ক্যান করার মাধ্যমেও রথের যাত্রাপথ জানা যাবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)