বিধানসভায় শপথ নিলেন কালীগঞ্জের নর্বনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার দুপুরে এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিধানসভার নৌসর আলি কক্ষে এদিন আলিফা আহমেদকে শপথবাক্য পাঠ করান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দিন কয়েক আগেই ঠিক হয়েছিল বুধবার শপথ নেবেন নবনির্বাচিত বিধায়ক। এরপর মঙ্গলবার বিধানসভায় গিয়েছিলেন তিনি। শপথ নেওয়ার আগে তাঁর কিছু প্রয়োজনীয় কাজকর্ম ছিল। জরুরি কিছু কাগজপত্র সই করতে হয়েছিল তাঁকে।
এদিন শপথ গ্রহণ শেষে আলিফা বলেন, ‘দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ। তাঁর আশীর্বাদেই সাধারণ এক আইটি কর্মীর চেয়ার ছেড়ে আমি জনপ্রতিনিধির চেয়ারে এসে বসতে পেরেছি। বাবা তাঁর সুদীর্ঘ জীবন কালীগঞ্জের মানুষের উন্নয়নের স্বার্থে নিয়োগ করেছেন, আমিও এই আদর্শেই চলব প্রতিশ্রুতি দিলাম। দলনেত্রীর হাত যেন শক্ত করতে পারি, সেই লক্ষ্যে পরিচালিত হব।’ এদিন শপথবাক্য পাঠের সময় উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সুজিত বোস, পুলক রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, প্রদীপ মজুমদার, ফিরহাদ হাকিম, বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ- সহ অন্যান্য মন্ত্রী তথা বিধায়করাও।
প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে চলতি বছরেই নদিয়ার তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ মারা গিয়েছিলেন। সেই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ১৯ জুন উপনির্বাচনের দিন ঠিক হয়। তৃণমূল কংগ্রেসের থেকে প্রার্থী করা হয় নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে। ৫০ হাজারের বেশি ভোটে তিনি নির্বাচনে জয়লাভ করেন। বুধবার বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন আলিফা। উল্লেখ্য, হাতে গোনা কিছু মাস পরেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। সুতরাং, ‘যোগ্য বিধায়ক’ হিসাবে নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে আলিফার হাতে রয়েছে মাত্র কয়েক মাস সময়। এই স্বল্প সময়কে উপযুক্ত কাজে ব্যবহার করবেন আলিফা, বিশ্বাস তৃণমূলের শীর্ষ মহলের।