• জঙ্গিপুর পুরসভার অনাস্থা জট কাটাতে তৎপর দল, কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন সুব্রত বক্সি
    প্রতিদিন | ০৩ জুলাই ২০২৫
  • শাহজাদ হোসেন, ফরাক্কা: জঙ্গিপুর পুরসভার জট কাটাতে তৎপর তৃণমূল কংগ্রেস। আগামী ৮ জুলাই বেলা ৩টের সময় বৈঠক ডাকলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বৈঠকে ডাকা হয়েছে বিধায়ক জাকির হোসেন, সাংসদ খলিলুর রহমান-সহ জঙ্গিপুর পুরসভার ১৬ জন তৃণমূল কাউন্সিলর ও দুই টাউন সভাপতিকে।

    জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলেরই কাউন্সিলররা। তারপরই কার্যত অচলাবস্থা তৈরি হয়। সেই জট কাটাতে উদ্যোগ নিল তৃণমূল। রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার দলের কাউন্সিলরদের বার্তা পাঠিয়ে বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। সূত্র মারফত খবর, বৈঠকে উপস্থিত থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও।

    গত মাসের ২৬ তারিখ জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলেরই কাউন্সিলররা। তাঁদের সঙ্গে ছিলেন এক বিজেপি ও কংগ্রেসের ২ কাউন্সিলর। এদের মধ্যে কংগ্রেসের এক কাউন্সিলর পরবর্তীকালে তৃণমূলে যোগ দেন। কাউন্সিলরদের অভিযোগ ছিল, চেয়ারম্যান কাজ করতে দিচ্ছেন না। উন্নয়নে বাধা পড়েছে।

    এই বিষয়ে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম জানিয়েছিলেন, “অনাস্থার বিষয়টি দলকে জানিয়েছি। দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।” এবার সেই অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করল দল। সূত্রের খবর, সেখানে অনাস্থা প্রস্তাব তুলে নেওয়া নিয়ে আলোচনা হবে।
  • Link to this news (প্রতিদিন)