অভিষেক চৌধুরী, কালনা: রাজ্যের মন্ত্রীকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। গাড়িতে লাঠিচার্জ। ছোড়া হল জলও। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষোভরত তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিশের। দলীয় কর্মীদের একাংশের এহেন আচরণে ক্ষুব্ধ গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে জানাচ্ছেন তিনি।
একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার জন্য সভাস্থল দেখতে এদিন সকাল দশটা নাগাদ মালডাঙা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। সেখানেই তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীদের একাংশ। গাড়ি থেকে নামতেই মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। মহিলারা ঝাঁটা হাতে চড়াও হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। এরপরই মন্ত্রী গাড়িতে উঠে কুসুমডাঙার উদ্দেশে রওনা হন। সেই সময় রাস্তায় ফের তাঁর কনভয় আটকায় বিক্ষোভকারীরা। কালো পতাকা দেখানোর পাশাপাশি গাড়ি লক্ষ্য করে লাঠি চালানো হয়। ছোড়া হয় জল। দফায়-দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। যার জেরে বারবার কনভয় আটকে পড়ে রাস্তায়।
দফায়-দফায় বিক্ষোভ নিয়ে মন্ত্রীর দাবি, মন্তেশ্বরের পঞ্চায়েত সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্ব এই বিক্ষোভ হচ্ছে। দলের কর্মী, সমর্থকদের হাতে এইভাবে ইজ্জত নষ্ট হতে থাকলে তৃণমূল ছাড়বেন বলেও হুমকি দিয়েছেন সিদ্দিকুল্লা। পাশাপাশি পুরো বিষয়টি মমতা এবং অভিষেককে জানাবেন বলেও জানিয়েছেন তিনি।