• কসবার ল’ কলেজে গণধর্ষণের তদন্ত কত দূর? রিপোর্ট তলব হাই কোর্টের
    প্রতিদিন | ০৩ জুলাই ২০২৫
  • গোবিন্দ রায়: কসবার ল’ কলেজে গণধর্ষণ কাণ্ডের তদন্ত কত দূর? অগ্রগতির রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। কেস ডায়েরিও তলব করল আদালত। আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দেবে রাজ্য। মামলায় নির্দিষ্ট করে যে অভিযোগ করা হয়েছে তার প্রেক্ষিতেও হলফনামা দেবে রাজ্য এবং কলেজ কর্তৃপক্ষ।

    কী কী অভিযোগের প্রেক্ষিতে হলফনামা তলব করা হয়েছে?
    ১) একজন প্রাক্তনী কীভাবে কলেজে প্রবেশাধিকার পায়?
    ২) কলেজের সময়সীমা শেষ হওয়ার পরেও কেন কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন?
    ৩) অনধিকার প্রবেশ আটকাতে কী ব্যবস্থা আছে?
    ৪) আগে অভিযোগ জানানো হলেও কেন কলেজ এবং পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি?
    ৫) সিসিটিভি বা অন্য নজরদারি ব্যবস্থায় কেন খামতি ছিল?

    উল্লেখ্য, এদিন আদালতে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানিয়েছেন, “সিট আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছে। সিটের উপর আমাদের আস্থা আছে।”
  • Link to this news (প্রতিদিন)