• রাজ্যের সমস্ত সরকার পোষিত কলেজের পরিচালন সমিতির মেয়াদ বাড়ল ৬ মাস, জারি নির্দেশিকা
    প্রতিদিন | ০৩ জুলাই ২০২৫
  • স্টাফ রিপোর্টার: রাজ্যের সমস্ত সরকার পোষিত কলেজের পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো হল ৬ মাস। এই মর্মে উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, কলেজের পরিচালন সমিতির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে।

    এদিকে সাউথ ক্যালকাটা আইন কলেজ বন্ধ রাখা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কার্যত বিস্ময় প্রকাশ করেছেন। কলেজ বন্ধ রাখা নিয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “পঠনপাঠন প্রক্রিয়া চালু থাকার কথা। পরিচালন সমিতি কী ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে, আমাকে খোঁজ নিতে হবে। আশা করছি, ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।”

    উল্লেখ্য, কসবা কাণ্ডের পর সাউথ ক্যালকাটা আইন কলেজের পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পরিচালন সমিতি। তবে কলেজের প্রশাসনিক কাজকর্ম যেমন চলার, চলছে। কলেজের অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় ও অন্যান্য অধ্যাপক, শিক্ষাকর্মীরা নিয়মিত কলেজে যাচ্ছেন। এদিকে সাউথ ক্যালকাটা ল কলেজে যান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পাঁচ সদস্য। পুলিশি তদন্তের স্বার্থে কলেজের ঘটনাস্থল বন্ধ থাকায় প্রতিনিধিদল এদিক-ওদিক ঘুরে দেখেন। তাঁরা পুলিশের সঙ্গেও কথা বলেছেন। এরপর তাঁরা অধ্যক্ষের ঘরে গিয়ে বিস্তারিত আলোচনা করেন।

    জানা গিয়েছে, ধর্ষণের ঘটনার যাবতীয় তথ্য চাওয়া হয়েছে অধ্যক্ষের কাছ থেকে। মূল অভিযুক্ত কীভাবে পাস করে যাওয়ার পরও, কলেজে আসেন। মূল অভিযুক্ত ও বাকি দু’জনের বিরুদ্ধে কলেজ কী ব্যবস্থা নিয়েছে। কলেজ কতক্ষণ খোলা থাকে, কলেজের পঠনপাঠন শেষ হওয়ার পর কারা কারা কলেজে থাকতেন। কলেজে ক’টি সিসিটিভি লাগানো রয়েছে, সেগুলি ঠিকঠাক চলে কিনা। কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তাঁরা অধ্যক্ষের কাছে জানতে চেয়েছেন। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির এক সূত্র জানাচ্ছেন, কলেজ সম্পর্কে রিপোর্টে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হবে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ডিন অফ ল, ডেপুটি রেজিস্ট্রার, ইনস্পেক্টর অফ কলেজ, বাণিজ্য বিভাগের প্রধান ও একজন অধ্যাপককে নিয়ে পাঁচজনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
  • Link to this news (প্রতিদিন)