তৃণমূল যেন BJP কর্মীদের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য না করে: শমীক ভট্টাচার্য
হিন্দুস্তান টাইমস | ০৩ জুলাই ২০২৫
রাজ্য সভাপতির পদে বসেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে চরম হুঁশিয়ারি দিলেন শমীক ভট্টাচার্য। মনে করালেন, আক্রমণকারীকে তার ভাষায় জবাব দিতে জানেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তৃণমূল যেন তাদের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য না করে।
এদিন শমীকবাবু বলেন, ‘একটা দল একটা সমাজকে বাজার বানিয়ে দিয়েছে। যেখানে আলু পটলের মতো চাকরি বিক্রি হয়। যেখানে মেধা প্রতারিত। সেই বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য বিজেপি বদ্ধপরিকর। নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের আসেপাশের রাজ্যগুলোর চেহারা বদলে গেছে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করতে দিচ্ছেন না। রাজ্যে থাকা খনিজ সম্পদ উত্তলে কেন্দ্রের চিঠিতে সাড়া দিচ্ছে না রাজ্য সরকার। এই খনিজ উত্তোলন হলে গোটা রাজ্যের আর্থসামাজিক অবস্থা বদলে যেতে পারে।’
শমীকবাবু মনে করান, ‘সন্দেশখালিতে ৯০এর দশকে বিজেপি কর্মী খুন হয়েছিলেন। তার জবাব আমরা সিপিএমকে সিপিএমের ভাষাতেই দিয়েছি। তৃণমূলকে বলছি, তারা যেন এমন কিছু না করে যাতে বিজেপি কর্মীদের হাতে অস্ত্র তুলে নিতে হয়।’