Big Breaking: মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করেই মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করছিলেন চিকিৎসক শান্তনু সেন। এরকমই অভিযোগে সম্প্রতি শান্তনু সেনকে নোটিস পাঠিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স ২ বছরের জন্য সাসপেন্ড করা হলো। স্বাভাবিকভাবেই, দুই বছরের জন্য ডাক্তারি প্র্যাকটিস করতে পারবেন না তিনি।
জুন মাসের মাঝামাঝি ডাঃ শান্তনু সেনকে নোটিস পাঠায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সেখানে জানানো হয়, উনি ‘প্রফেশনাল লেটারহেড’-এ FRCP (গ্লাসগো) ডিগ্রি ব্যবহার করা হলেও সেটি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্ট্রার্ড নেই। নিয়ম অনুযায়ী, ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট এর সেকশন ২৬ অনুযায়ী যে কোনও ডিগ্রি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভুক্ত করা বাধ্যতামূলক।
যদিও শান্তনু আগে দাবি করেছিলেন, ‘আমি কোনও অন্যায় করিনি। ব্যাক্তিগড় শত্রুতার কারণে আমার সঙ্গে এরকম করা হচ্ছে।’ রাজ্য মেডিক্যাল কাউন্সিল ২১ দিনের মধ্যে জবাব চেয়েছিল শান্তনু সেনের কাছে।