জঙ্গলে টহলের সময় আচমকাই বাইসনের হামলা, মৃত্যু অরণ্য সাথী কর্মীর
বর্তমান | ০৪ জুলাই ২০২৫
সংবাদদাতা,আলিপুরদুয়ার: কুনকি হাতির পিঠে চেপে জঙ্গলে টহল দেওয়ার সময় বাইসনের হামলায় মৃত্যু হল এক অরণ্য সাথী কর্মীর। আজ, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। বনদপ্তর জানিয়েছে, মৃতের নাম দুলাল রাভা(৩০)। এদিন পূর্ব জলদাপাড়া রেঞ্জের মালঙ্গি বিটের জঙ্গলে ঘটনাটি ঘটেছে।এখন জঙ্গলে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও মালঙ্গী গ্রামের কয়েকজন বাসিন্দা জঙ্গলের ভিতর নদীতে মাছ ধরতে গিয়েছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে কে বা কারা জঙ্গলে ঢুকেছেন সেটি দেখতে যাচ্ছিলেন দুলালবাবু। সেই সময় আচমকাই বাইসন তাঁর উপর হামলা চালায়। তাতে গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হবে।