বারাকপুরে সন্দেহের বশে স্ত্রীকে খুন করার পর আত্মঘাতী স্বামী!
বর্তমান | ০৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সন্দেহের বশে স্ত্রীকে খুন করার পর আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে বারাকপুরের মোহনপুর থানার অন্তর্গত শিউলি গ্রামপঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে ইতিমধ্যেই অকুস্থলে গিয়েছেন বারাকপুর পুলিস কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝাঁ। জানা গিয়েছে, মৃতার নাম পিপাসা মন্ডল, বয়স ৪৮। তাঁর জিভ কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘরেই গামছা গলায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর স্বামী নিবারণ মণ্ডলের মৃতদেহ। তাঁর বয়স ৫১। পেশায় তিনি রাজমিস্ত্রি।জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুরে পিপাসার মেয়ে তাঁকে বারবার ফোন করছিলেন। এরপর দীর্ঘক্ষণ ফোনে না পেয়ে এক প্রতিবেশীকে তিনি ফোন করেন। তাঁকে বলেন বাড়িতে গিয়ে তাঁর মাকে বলতে তিনি যেন ফোনটা ধরেন। সেই প্রতিবেশী গিয়ে দেখেন পিপাসা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর স্বামীর দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিস এসে বাড়ি সিল করে। ফরেন্সিক দল আসবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানিয়েছেন বারাকপুর পুলিস কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝাঁ।