• আদালত থেকে ফেরার পথে বধূকে গণধর্ষণ! পুলিশের সক্রিয়তায় কয়েকঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্তরা
    প্রতিদিন | ০৪ জুলাই ২০২৫
  • ধীমান রায়, কাটোয়া: কসবা কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের গণধর্ষণের অভিযোগ। আদালত থেকে ফেরার পথে নির্জন জায়গায় একা পেয়ে এক বধূকে গণধর্ষণের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। বুধবার রাতের ঘটনা। নির্যাতিতা বধূ রাতেই কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ।

    জানা গিয়েছে, কাটোয়া থানা এলাকার বাসিন্দা বছর ২৪ -এর ওই বধূ। তাঁর স্বামীর সঙ্গে একটি মামলা চলছে। সেই মামলার কাজে বুধবার তিনি কাটোয়া আদালতে গিয়েছিলেন। কাজ মিটিয়ে মহিলা ও তাঁর স্বামী দুজনেই কাটোয়া বাসস্ট্যান্ড থেকে বাস ধরেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। বধূ কৈথন বাসস্ট্যান্ডে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নামেন। মহিলার কথায়, “যেহেতু আমি একা ছিলাম, তাই স্বামীকে বলি কিছুটা এগিয়ে দিতে। আমার স্বামী কিছুটা এগিয়ে দেন। এরপর হেঁটে একাই বাপেরবাড়ি ফিরছিলাম।”

    নির্যাতিতা জানিয়েছেন, গ্রামের রাস্তা ধরে হেঁটে বাড়ি ফেরার সময় রাত প্রায় সাড়ে আটটা নাগাদ একটি পোল্ট্রি ফার্মের কাছে দুলাল শেখ এবং বজরুল শেখ তাঁর পথ আটকায়। জোর করে মাঠের দিকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বধূকে মারধরও করা হয় বলে অভিযোগ। এরপর মহিলাকে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা। এরপর মহিলা কোনওক্রমে বাড়ি ফেরেন। রাতেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের।
  • Link to this news (প্রতিদিন)