নানা রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার শ্রমিকদের হেনস্তা! হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়েরের পথে ভুক্তভোগীরা
প্রতিদিন | ০৪ জুলাই ২০২৫
গোবিন্দ রায়: দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার শ্রমিকদের হেনস্তা! বাংলাদেশি ভেবে পাঠানো হয় ওপার বাংলাতেও। সেই প্রতিবাদে হাই কোর্টে দায়ের হচ্ছে তিনটি মামলা। বৃহস্পতিবার হেনস্তার শিকার শ্রমিকরা আসেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদে। পর্ষদের চেয়ারম্যান তথা রাজ?্যসভার সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন। তাঁদের সবরকম আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
বাংলা ভাষায় কথা বলার জন?্য দেশজুড়ে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্তা করা হচ্ছে। সেই ঘটনা অবিলম্বে বন্ধ করার দাবিতে এই জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের তরফে এই মামলা করা হবে। পাশাপাশি, ওড়িশায় বাংলাদেশি বলে বাংলার চার ব্যবসায়ীকে হেনস্তার অভিযোগ ওঠেছে। এম ডি আশরাফুল হক-সহ চারজনের ব?্যবসা রয়েছে ওড়িশার কটকের মাহাঙ্গায়। তাঁরা বাংলায় ফেরত আসতে বাধ্য হয়েছেন। ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা।
এছাড়াও, হরিহরপাড়ার দু’জন শ্রমিককে বাংলাদেশি বলে পুশব?্যাক করে ওপার বাংলায় পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তাঁদের ফিরিয়ে আনা হয়। অভিযোগ তাঁদের যাবতীয় পরিচয়পত্র কেড়ে নিয়েছে মুম্বই পুলিশ। তাঁদেরকে ভারতে ফেরানো হলেও তাঁরা ডকুমেন্ট পাননি বলে অভিযোগ। হেনস্তার শিকার সেই শামিম খান ও নাজিমুদ্দিন মণ্ডল যুগ্মভাবে আরও একটি মামলা দায়ের করতে চলেছেন। সব মিলিয়ে তিনটি মামলা দায়ের হতে চলেছে।