• বাড়ি ভাড়া দিচ্ছেন? বারাসত-মধ্যমগ্রাম এলাকায় বিশেষ নির্দেশিকা পুলিশের
    এই সময় | ০৪ জুলাই ২০২৫
  • বাড়ি ভাড়া দিচ্ছেন? খেয়াল রাখতে হবে প্রশাসনের বেশ কিছু নির্দেশ। বাড়িওয়ালা-ভাড়াটিয়া দু’পক্ষের সুরক্ষার কথা ভেবেই বেশ কিছু নির্দেশিকা দিয়েছে বারাসত পুলিশ। অপরাধমূলক ঘটনা রোধেই এই ব্যবস্থা বলে দাবি পুলিশের।

    নির্দেশিকায় বলা হয়েছে, ভাড়াটিয়া রাখার সময় বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে লিখিত চুক্তি থাকা বাধ্যতামূলক। সাধারণত এই চুক্তি হয় ১১ মাসের জন্য। যার প্রতিলিপি স্থানীয় থানায় জমা দিতে হবে। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, বাড়িওয়ালাকে অবশ্যই স্থানীয় থানায় গিয়ে একটি ‘টেনেন্ট ফর্ম’ পূরণ করতে হবে।

    সেই ফর্মের সঙ্গে জমা দিতে হবে — ভাড়াটিয়ার সচিত্র পরিচয়পত্র (যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড)। ভাড়াটিয়ার একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজ় ছবি। এর সঙ্গে ভাড়া চুক্তির প্রতিলিপি। ভাড়াটিয়া ছাড়াও তাঁর পরিবারের যে সকল সদস্য একসঙ্গে থাকবেন, তাঁদের প্রত্যেকের ছবি ও পরিচয়পত্রও জমা দিতে হবে।

    বাড়ি ভাড়া নিয়ে নানা অপরাধমূলক কাজ করে লুকিয়ে যাওয়ার উপায় বের করছে অপরাধীরা। বাড়িওয়ালার কাছে ভাড়াটিয়া সম্পর্কে সঠিক তথ্য না থাকায় অপরাধী পালিয়ে গেলেও তাকে খুঁজে বের করতে অসুবিধায় পড়তে হচ্ছে পুলিশ প্রশাসনকে। মধ্যমগ্রাম, বারাসত পুর এলাকায় সম্প্রতি এরকম ধরনের ঘটনা ঘটেছে। সেই কারণে জরুরি ভিত্তিতে বারাসত ও মধ্যমগ্রাম থানা এলাকায় এই নিয়ম চালু করা হচ্ছে। পরবর্তীকালে বারাসত পুলিশ জেলার সর্বত্রই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছেন এসডিপিও বারাসাত বিদ্যাগর অজিঙ্কা অনন্ত।

  • Link to this news (এই সময়)