কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান, কালীঘাটকে ৪ গোলে হারাল সবুজ-মেরুন
আনন্দবাজার | ০৩ জুলাই ২০২৫
প্রথম ম্যাচে পুলিশ এসি-র কাছে হারতে হয়েছিল। সমালোচনা শুরু হয়েছিল মোহনবাগানের। গো-ব্যাক স্লোগান শুনেছিলেন দলের কোচ ডেগি কার্ডোজ়ো। দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল বাগান। এ বারের কলকাতা লিগে প্রথম জয় পেল তারা। কালীঘাটকে ৪-০ গোলে হারাল সবুজ-মেরুন।
আগের ম্যাচে বাগান ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব স্পষ্ট ছিল। কিন্তু কালীঘাটের বিরুদ্ধে সংঘবদ্ধ ফুটবল খেলেছেন তাঁরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে বাগান। তার ফলও মেলে। ২১ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মোহনবাগানের অধিনায়ক সন্দীপ মালিক।
এক গোল করার পর চাপ আরও বাড়ায় মোহনবাগান। সেই চাপে ভুল করে বসে কালীঘাটের রক্ষণ। ২৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করেন লেন ডৌঙ্গেল। বিরতিতে ২-০ এগিয়ে যায় বাগান।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ কমায়নি মোহনবাগান। ৫১ মিনিটের মাথায় দলের তৃতীয় গোল করেন আদিল আবদুল্লাহ। ৭৩ মিনিটে তাঁর পা থেকেই চতুর্থ গোল হয় বাগানের। নজর কাড়লেন এই তরুণ ফুটবলার। তার মাঝেই খেলার গতির বিপরীতে সুযোগ তৈরি করেছিল কালীঘাট। কিন্তু বাগান গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি তারা। খেলার শেষ দিকে আরও একটা গোল করে মোহনবাগান। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ পর্যন্ত ৪-০ গোলে জিতে মাঠ ছাড়ে সবুজ-মেরুন।
এই ম্যাচের পর কলকাতা লিগে মোহনবাগানের পয়েন্ট দু’ম্যাচে ৩। পয়েন্ট তালিকায় ছ’নম্বরে রয়েছে তারা। প্রথম ম্যাচে ৭ গোলে জিতে চার নম্বরে ইস্টবেঙ্গল। শীর্ষে পাঠচক্র। তাদের পয়েন্ট তিন ম্যাচে ৯। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কাস্টমস। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পুলিশ এসি।