• উন্নয়নের প্রশ্নে রায়গঞ্জের সাংসদকে তোপ উদয়নের
    বর্তমান | ০৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উন্নয়নের কাজে এবার রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। রায়গঞ্জ শহরে রেলের ওভারব্রিজ নির্মাণ নিয়ে নাম না করে সাংসদকে কাঠগড়ায় তোলেন মন্ত্রী। উদয়নের খোঁচা, শুধু ধর্মের কথা বলে মানুষের ভোট নিয়ে কেউ লোকসভায় গিয়ে পাঁচ বছর চুপ করে বসে থাকবেন, এটা হতে পারে না।

    এর পরেই মন্ত্রী বলেন, রাজ্য সরকার উত্তর দিনাজপুর জেলা তথা রায়গঞ্জে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। চলতি অর্থবর্ষে ৭৩ টি প্রকল্পে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ৯৮ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করেছে এই জেলার জন্য। রায়গঞ্জ ব্লকেই ১২ টি প্রকল্পে ১৭ কোটি ৩৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। উদয়নের কথায়, কেন্দ্রীয় সরকারের কাছাকাছি থাকা স্থানীয় সাংসদ জনপ্রতিনিধিরও ভূমিকা থাকার কথা।

    বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে নতুন বাসস্ট্যান্ড নির্মাণের শিল্যান্যাস করেন মন্ত্রী উদয়ন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নাম না করে রায়গঞ্জের সাংসদ কার্তিককে উদ্দেশ্য করে তোপ দাগেন। পাশাপাশি রায়গঞ্জবাসীর উদ্দেশ্যেও মন্ত্রীর বার্তা, শুধুমাত্র বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পুরসভার হাতে ক্ষমতা অর্পণ করলেই হবে না। কেন্দ্রীয় সরকারের কাছাকাছি যাঁরা আছেন, সেই জনপ্রতিনিধিদের উপরেও কিছু দায়িত্ব বর্তায়। এরজন্য এখানকার সাধারণ মানুষকেই সেই জনপ্রতিনিধিদের উপর চাপ সৃষ্টি করতে হবে। তবেই সমস্যার সমাধান হবে। 

    ওভারব্রিজ না হওয়ায় রায়গঞ্জ শহরবাসীকে নিত্যদিন যানজটে ভুগতে হয়। ফ্লাইওভার তৈরি করে যাতে শহরে যাতায়াতের পথ আরও বেশি সুগম করা যায়, সে ব্যাপারে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

    মন্ত্রী উদয়ন বলেন, রাজ্য সরকার নির্দিষ্ট বাজেটের মধ্যে উন্নয়ন করে চলেছে। কিন্তু এক্ষেত্রে কেন্দ্রের সাংসদ নীরব। কাজের কাজ কিছুই হচ্ছে না। উন্নয়নে তাঁর কোনও ভূমিকা নেই।  

    এনিয়ে অবশ্য পাল্টা কার্তিক পাল বলেন, এনএফ রেল ২৬ মে উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে রায়গঞ্জ শহরে পুর বাসস্ট্যান্ড সংলগ্ন লেভেল ক্রসিংয়ের উপর ওভারব্রিজ তৈরির জন্য নো অবজেকশন চেয়ে চিঠি দিয়েছিল। কিন্তু সদুত্তর দেয়নি জেলা প্রশাসন। অথচ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোনও খোঁজখবর না নিয়েই আমাকে টার্গেট করছেন। শুধু ভোটের রাজনীতির স্বার্থে মন্ত্রীর এমন বক্তব্য মেনে নেওয়া যায় না।

    এদিন দফায় দফায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, করণদিঘি, চোপড়ায় একাধিক প্রকল্পের শিল্যান্যাস ও উদ্বোধন করেন মন্ত্রী। রায়গঞ্জ শহরে নতুন বাসস্ট্যান্ডের জন্য ২.৯৪ কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এদিন করণদিঘি পিতানু নদীর উপর বক্স ব্রিজ, একটি বোল্ডার বাঁধ, পেভার ব্লকের রাস্তা বাজারগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বোধন হয়। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)