• পাচার রুখতে গিয়ে হবিবপুরে আক্রান্ত বিএসএফ জওয়ান, আত্মরক্ষায় পাল্টা গুলি, মৃত্যু বাংলাদেশি দুষ্কৃতীর
    বর্তমান | ০৪ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, হবিবপুর: মালদহের হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের জাজইলের আগ্রা হরিশ্চন্দ্রপুরে পাচার রুখতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে এক বিএসএফ জওয়ান জখম হয়েছেন। আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে এক বাংলাদেশি দুষ্কৃতীর মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাস্থল থেকে দু’টি মোষ উদ্ধার হয়েছে। 

    পুলিস জানিয়েছে, মৃত দুষ্কৃতীর নাম ইব্রাহিম শেখ (৩০)। তার বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে। আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায় কাঁটাতারের বেড়া না থাকার সুযোগে সীমান্তের জঙ্গল দিয়ে মোষ পাচার করছিল দুষ্কৃতীরা। বিষয়টি বিএসএফ জওয়ানদের নজরে আসতেই তাঁরা বাধা দেন। সেসময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে জওয়ানদের উপর চড়াও হয়। ধারালো অস্ত্রের আঘাতে এক জওয়ান জখম হন। সেসময় আত্মরক্ষার্থে পাল্টা দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালালে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। বাকিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। বিএসএফ জখম দুষ্কৃতীকে উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    যদিও এবিষয়ে বিএসএফের তরফে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাসিন্দারা জানান, রাতে বৃষ্টি হলেই সীমান্তের কাঁটাতারহীন ওই এলাকা দিয়ে বসতি এলাকায় ঢুকে পড়ে বাংলাদেশি দুষ্কৃতীরা। গবাদিপশু চুরি করে নিয়ে যাওয়ার জন্য রীতিমতো উপদ্রব শুরু করে তারা। কিছুদিন ধরে এই প্রবণতা খুব বেড়েছে। তবে, বিএসএফ জওয়ানরা সক্রিয় ভূমিকায় থাকে বলেই বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পরিকল্পনা ভেস্তে যায়। সীমান্তের ফাঁকা মাঠে জল জমে থাকায় ২০ জনের একটি পাচারকারী দল দু’টি মোষ নিয়ে পালাচ্ছিল। সেই সময় এই ঘটনা ঘটে। এক জওয়ান জখম হয়েছেন। জেলার বিভিন্ন কাঁটাতার বিহীন সীমান্তে এলাকায় মাঝেমধ্যে কখনও গবাদিপশু, অবৈধ সামগ্রী পাচার করতে গিয়ে ধরা পড়ছে বাংলাদেশি পাচারকারীরা। কাঁটাতার না থাকা এলাকাগুলিকেই পাচারের কাজে বাংলাদেশি দুষ্কৃতীরা টার্গেট করছে। অবিলম্বে ফাঁকা সীমান্তগুলিতে কাঁটাতারের ব্যবস্থা করা হোক বলে দাবি জানান তাঁরা।

    গোবিন্দ দাস নামে ওই এলাকার এক বাসিন্দা জানান,  বিএসএফ জওয়ানদের সক্রিয়তার কারণে বাসিন্দারা নিশ্চিন্তে রয়েছেন। তারপরেও প্রত্যেকদিন রাতে ঝোপ, জঙ্গল দিয়ে গ্রামে প্রবেশ করে বাংলাদেশি পাচারকারীরা। বৃষ্টিকে কাজে লাগিয়ে গবাদিপশু পাচারের চেষ্টা করা হয়। প্রশাসনের কাছে অনুরোধ, অবিলম্বে কাঁটাতার দেওয়ার ব্যবস্থা করা হোক। 

     প্রতীকী চিত্র।
  • Link to this news (বর্তমান)