• যেন ‘গোয়েন্দা’, ফাঁদ পেতে হবু ননদের প্রেমিককে ধরলেন বউদি
    বর্তমান | ০৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সুচিত্রা ভট্টাচার্য লিখেছিলেন গোয়েন্দা মিতিনমাসির কাহিনি। বৃহস্পতিবার দুপুরে কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সেন্ট্রাল বাস টার্মিনাসে দেখা মিলল এমনই এক গোয়েন্দা চরিত্রের। আর সেই চরিত্রের মহিলার দাবি, তিনি তাঁর হবু ননদের প্রেমিককে রীতিমতো ফাঁদ পেতে ধরে ফেলেছেন। ফোনে ননদের স্বর নকল করে কথা বলে ওই প্রেমিককে জালে ফেলেছেন তিনি। গত কয়েক দিন ধরে হবু ননদের ফোনে তাঁর প্রেমিকের সব কথায় সায় দিয়ে বাসস্ট্যান্ডে নিয়ে এসেছেন। আর সেখানেই তাকে ধরে ফেলেন ওই হবু বউদি। এই ঘটনায় এদিন বাসস্ট্যান্ড চত্বর সরগরম হয়ে ওঠে। হবু বউদি বলে দাবি করা ওই মহিলার চিৎকারে বাসস্ট্যান্ডে লোকেরাই এক যুবককে ধরে ফেলেন। পুলিস এসে তাঁকে উদ্ধার করে। কয়েকজন চড়-থাপ্পড় মারায় যুবক কিছুটা আহতও হয়েছেন। 

    হবু বউদির দাবি, তিনি জানতে পেরেছেন তাঁর হবু ননদের সঙ্গে এক যুবকের সম্পর্ক রয়েছে। ওই যুবক তাকে ফুঁসলিয়ে নিয়ে যেতে চায়। এই সন্দেহ থেকেই হবু ননদের উপর তিনি নজর রাখছিলেন। হবু ননদের ফোন থেকেই ওই যুবকের সঙ্গে তিনি কথা বলতেন। বুঝতে দিতেন না যে কে কথা বলছেন। এভাবেই এদিন দু’জনের দেখা হতেই ওই যুবককে ধরিয়ে দেন তিনি। কিন্তু পুলিস উদ্ধার করে নিয়ে গেলেও ঘটনাটি নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়। কোচবিহার কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ও যুবতীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। 

    ঘটনার পর হবু বউদি সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, ওই যুবক আমার হবু ননদের সঙ্গে যোগাযোগ রাখে। একবার ওকে নিয়েও গিয়েছিল। আমি গিয়ে নিয়ে এসেছি। এরপরেও যোগাযোগ করা শুরু করে। তখনই সিদ্ধান্ত নিই, ওকে ধরব। হবু ননদের ফোন দিনকয়েক আগে আমরা নিয়ে নিই। ননদ সেজে আমি যুবকের সঙ্গে কথা বলতাম। এভাবেই আমাকে এখানে আসতে বললে এসেছিলাম। এভাবে এদিন ওই যুবককে হাতেনাতে ধরেছি। 

    ওই মহিলার হবু ননদের বাড়ি বামনহাটে। তাঁর বিয়ে হয়েছে মাথাভাঙায়। দু’টি সন্তানও রয়েছে। এদিন ঘটনার সময় যখনই ওই যুবক বুঝতে পারেন  যাঁর সঙ্গে সম্পর্ক, তাঁর বদলে বউদি এসেছেন এবং পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছেন, তখনই ওই যুবক পালানোর চেষ্টা করেন। কিন্তু আশেপাশের লোকজন তাঁকে ধরে ফেলেন। পুরো ঘটনায় হবু বউদি যেন মিতিনমাসির ভূমিকায় অবতীর্ণ হয়ে রহস্য ভেদ করলেন!  বাস টার্মিনাসে হইচই। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)