• টহলদারির সময় বাইসনের হামলা, জলদাপাড়ায় মৃত্যু এক অরণ্যসাথীর
    বর্তমান | ০৪ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার ও ফালাকাটা: জঙ্গলের ভিতরে টহলদারির সময় বাইসনের হামলায় মৃত্যু হল এক অরণ্যসাথীর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলদাপাড়া জাতীয় উদ্যানের পূর্ব জলদাপাড়া রেঞ্জের মালঙ্গি বিটের ১ নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে। বনদপ্তর জানিয়েছে, মৃতের নাম দুলাল রাভা (৫১)। 

    এদিন দুপুরে দু’টি কুনকি হাতির পিঠে চড়ে চারজন অরণ্যসাথী মালঙ্গি বিটের জঙ্গলের ভিতরে রুটিন পেট্রোলিংয়ের কাজ করছিলেন। জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক নবিকান্ত ঝা বলেন, এমনিতেই জঙ্গলে ঢোকা নিষেধ। তার উপর এখন জঙ্গল বন্ধ। পেট্রোলিংয়ের সময় দুলালবাবুর মনে হয়েছে জঙ্গলের ভিতর নদীতে কেউ মাছ ধরছে। কারা ধরছে দেখার জন্য দুলালবাবু হাতিকে দাঁড় করিয়ে নদীর দিকে রওনা দেন। সেই সময় আচমকা একটি বাইসনের হামলায় তিনি গুরুতর জখম হন। তাঁকে দ্রুত ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও পরে দেখা যায় নদীতে কেউ মাছ ধরতে নামেনি। 

    এদিকে, দুলালবাবুর মৃত্যুতে বনকর্মী মহলে শোকের ছায়া নেমে এসেছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, খুব দুঃখজনক ঘটনা। মৃতের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে। 

    এদিকে, রাজ্য সরকারের নির্দেশ মেনে চিলাপাতার বাসিন্দা মৃত অরণ্যসাথীর পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে বনদপ্তর। মৃতের স্ত্রী, ছেলে ও মেয়ে আছেন। অনেক দিন আগে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এ বিষয়ে ডিএফও বলেন, মৃতের ছেলেকে চাকরি দেওয়া হবে। 

    ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ শুভাশিস শী বলেন, হাসপাতালে আনার আগেই ওই অরণ্যসাথীর মৃত্যু হয়েছে। বাইসনের হামলায় তিনি কোমরে ও পিছনের দিকে গুরুতর চোট পেয়েছিলেন। 

    এদিকে, ঘটনার খবর পেয়ে চিলাপাতা থেকে মৃত অরণ্যসাথীর পরিজনরা চলে আসেন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃতের স্ত্রী গীতা রাভা  মেয়ে রাখী বাকরুদ্ধ হয়ে যান। মৃত অরণ্যসাথীর ভাইপো অশোক রাভা বলেন, দুপুরে কাকার এরকম খবর পেয়ে ফালাকাটায় আসি। এখানে এসে শুনি কাকা মারা গিয়েছেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিনই মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়।  হাসপাতালে নিয়ে আসা হয়েছে মৃত অরণ্যসাথীর দেহ। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)