• লাইব্রেরি ইনচার্জের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল অধ্যাপকের বিরুদ্ধে, ফের সরগরম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়
    বর্তমান | ০৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ফের চর্চায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের এক লাইব্রেরি  আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এক প্রবীণ অধ্যাপকের বিরুদ্ধে। যা নিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অন্দরে শুরু হয় ব্যাপক টানাপোড়েন। চলে দোষারোপ।

    অভিযোগ, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ইনচার্জ অজয় মিশ্রের ঘরে গিয়ে তাঁর সঙ্গে নানা বিষয়ে দুর্ব্যবহার করেন অধ্যাপক দেবাশিষ বিশ্বাস। ব্যাপক চিৎকার চেঁচামেচি করে অজয়বাবুকে মানসিক হেনস্তা করেন ওই অধ্যাপক। এনিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতির সদস্যরা এদিন ক্ষোভে ফেটে পড়েন। লাইব্রেরি ইনচার্জ অজয়কে কর্মস্থলে হেনস্তার অভিযোগে আধিকারিক সমিতি  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার রায়ের কাছে অভিযোগ জানায়। অন্যদিকে, অধ্যাপক দেবাশিস অভিযোগ নস্যাৎ করে বলেন, আমিও উপাচার্যকে অভিযোগ  জানিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তপন নাগের সাসপেনশন নিয়ে চলা তদন্ত কমিটির কাজে নিরপেক্ষ ভূমিকা নিচ্ছেন না অজয় মিশ্র। সে ব্যাপারেই কথা বলতে গিয়েছিলাম। কিন্তু যে অভিযোগ উঠছে, তা ঠিক নয়। বিশ্ববিদ্যালয়ের একাংশ আধিকারিকদের বিরুদ্ধেও নানা অভিযোগে সরব হন তিনি। উপাচার্য বলেন, বুধবার ছুটিতে ছিলাম। সেদিন একটা সমস্যা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা আমার কাছে এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এদিন একপক্ষের অভিযোগ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই টানাপোড়েনের জেরে তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের ব্যাপারে তদন্ত কমিটির কার্যকলাপ এদিন সম্পন্ন করা যায়নি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আধিকারিক সমিতির সম্পাদক দিব্যেন্দু ভট্টাচার্যের দাবি, আমাদের সমিতির সদস্য তথা লাইব্রেরি ইনচার্জ অজয়কে কর্মস্থলে হেনস্তা করেন অধ্যাপক দেবাশিষ। লাইব্রেরিতে ঢুকে নিয়মভঙ্গ করে চিৎকার চেঁচামেচি করেছেন। অজয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। সেটা আমরা মেনে নিতে পারছি না। ওই অধ্যাপক আগেও নানা ঘটনা ঘটিয়েছেন। তিনি আইনভঙ্গ করেছেন। বিষয়টি উপাচার্যকে জানিয়েছি।  

    এদিকে অধ্যাপক দেবাশিষ বলেন, সাসপেন্ড হওয়া অশিক্ষক কর্মী তপন নাগের সাসপেনশন নিয়ে তদন্ত কমিটির কাজকর্মের বিষয়ে অজয় মিশ্রের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তিনি নিরপেক্ষভাবে নিজের কাজ করছেন না। আমিও অভিযোগ জানিয়েছি। বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই কাজ করছি। 
  • Link to this news (বর্তমান)