১০০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে গ্রেপ্তার দুই ব্যবসায়ী
বর্তমান | ০৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রায় ১০০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় সিজিএসটি বিভাগ। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম গোপাল রাঠি ও সুশীল আগরওয়াল। তাঁদের বাড়ি শিলিগুড়িতে।
ভুটান থেকে এদেশে সিমেন্ট নিয়ে আসার কারবার ছিল এই দুই ব্যবসায়ীর।
ভুটান থেকে সিমেন্ট নিয়ে এসে এদেশে বিক্রি করা হলে তাতে তৈরির খরচও অনেকটা কমে যায়।
এই সুবিধা নিতেই ভুটানের সিমেন্ট দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করত এরা। তবে, ভারতীয় নিয়ম অনুযায়ী যে কর প্রদান করার কথা ছিল, তা তাঁরা ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে সিজিএসটি বিভাগ গত বুধবার তাঁদের গ্রেপ্তার করেছে।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপাল রাঠির বিরুদ্ধে ৬৫ কোটি ২৪ লক্ষ টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে, সুশীল আগরওয়ালের বিরুদ্ধে গত পাঁচ বছরে ২৭ কোটি ২৬ লক্ষ টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ।
ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক ১০ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এর আগেও সিমেন্ট পাচারের অভিযোগে এদের গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা।
এপ্রসঙ্গে শিলিগুড়ি আদালতের সরকারি আইনজীবী রতন বণিক বলেন, ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে ভুটান থেকে সিমেন্ট নিয়ে এসে বিক্রি করা এবং সরকারি কর না দেওয়ার অভিযোগ রয়েছে। এরই ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করে সিজিএসটি বিভাগ।
এদিন আদালত তাদের ১০ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই সময়কালে সিজিএসটি বিভাগকে বিস্তারিত রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন বিচারক।