• মালদহে তৃণমূলের সভায় সমর-আশিসের বাগযুদ্ধ
    বর্তমান | ০৪ জুলাই ২০২৫
  • সংবাদদাতা মালদহ: একজন দলের বর্ষীয়ান বিধায়ক তথা রাজ্য সহ সভাপতি সমর মুখোপাধ্যায়। অপরজন মালদহ জেলা তৃণমূলের মুখপাত্র তথা ইংলিশবাজার পুরসভার প্রাক্তন কাউন্সিলার আশিস কুণ্ডু। তাঁদের প্রকাশ্য বিতণ্ডায় অস্বস্তিতে পড়ল মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার মালদহ কলেজ অডিটোরিয়ামে জেলা যুব তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠিত হয় একুশে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি সভা। ওই  মঞ্চেই দুই প্রজন্মের দুই নেতার তীব্র বাদানুবাদে স্তম্ভিত হয়ে যান দলের অন্যান্য নেতা-নেত্রীরা। তবে, বিড়ম্বনা এড়াতে ওই দুই নেতা ছাড়াও জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। ততক্ষণে অবশ্য ওই বিতণ্ডার ভিডিও (সত্যতা যাচাই করেনি বর্তমান) ভাইরাল হয়ে যায় সভায় উপস্থিত থাকা তৃণমূল কর্মী-সমর্থকদের সৌজন্যেই।

    সভা চলাকালীন তখন বক্তৃতা দিচ্ছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।  মঞ্চে ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, মানিকচকের বিধায়ক তথা জেলা পরিষদের মেন্টর সাবিত্রী মিত্র, রাজ্যসভার সাংসদ মৌসম নুর, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য নেতা-নেত্রী, বিধায়ক এবং জনপ্রতিনিধিরা।

    জেলা সভাপতির পাশেই ছিলেন সমরবাবু। আচমকাই দেখা যায় আশিস কুণ্ডু নিজের আসন ছেড়ে উত্তেজিত ভঙ্গিতে কিছু বলছেন বর্ষীয়ান বিধায়কের উদ্দেশ্যে। পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছেন সমর। তিনিও ডানহাতের তর্জনী তুলে জবাব দিচ্ছেন জেলা তৃণমূলের মুখপাত্রকে। প্রাথমিকভাবে এই আচমকা বিতণ্ডায় স্তম্ভিত হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা যায় রহিম বক্সি ও সাবিত্রীকে। তাঁদের হস্তক্ষেপে নিজের আসনে ফিরে যান আশিস। কিন্তু উত্তেজিত ভঙ্গীতে ফের উঠে দাঁড়িয়ে সমর মুখোপাধ্যায়কে কিছু বলে তারপরে আবার বসে পড়েন তিনি। 

    মঞ্চে উপস্থিত কয়েকজন তৃণমূল নেতা-নেত্রীর বক্তব্য, সমর মুখোপাধ্যায়কে ‘থাবড়ে সোজা করে দেওয়ার’ হুমকি দেন আশিস। পাল্টা সমরও তাঁকে ‘আঙুল নামিয়ে নম্রভাবে কথা বলতে’ বলেন। তাঁর খাসতালুকে কাউকে ‘অবাঞ্ছিত প্রবেশ’ করতে দেবেন না বলে আসলে আশিসকেই ইঙ্গিত করেছেন সমর বলে তৃণমূলের কয়েকজন নেতা-নেত্রীর দাবি।

    কিন্তু বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়তেই চরম অস্বস্তিতে পড়ে জেলা তৃণমূল নেতৃত্ব। বিষয়টি নিয়ে মন্তব্য এড়িয়ে সমরবাবু বলেন, দলের নেত্রী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই শেষ কথা। অন্যদিকে আশিস  বলেন, বিতর্কের কোনও জায়গা নেই। সমরবাবু দলের প্রবীণ নেতা এবং অভিভাবকের মতো।

    এদিনের বৈঠকের আহ্বায়ক প্রসেনজিৎ দাস বলেন, সভা পরিচালনা নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি খেয়াল করিনি। তবে সমরবাবু প্রবীণতম বিধায়ক। তাঁর  সম্মান ও মর্যাদা রয়েছে। বিষয়টি নিয়ে জেলা সভাপতি যা বলার বলবেন। জেলা তৃণমূল সভাপতি বলেন, দু’জনের মধ্যে কিছু নিয়ে কথা হচ্ছিল। বিষয়টি বড় কিছু নয়। 

    তবে, তৃণমূল সূত্রে খবর, ইদানীং সমরের বিধানসভা কেন্দ্র রতুয়ায় রথযাত্রা সহ বেশকিছু কর্মসূচি নিচ্ছেন ইংলিশবাজারের বাসিন্দা আশিস। এতেই চটেছেন সমর। মূলত নিজের খাসতালুকে শহরের নেতার প্রবেশ নিয়ে এদিন তিনিই প্রথম আক্রমণাত্মক মন্তব্য করেন বলে দাবি জেলা তৃণমূলের একটি মহলের।সমর ও আশিসের মধ্যে তর্কাতর্কি। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)