অপহরণের অভিযোগ তুলে নিতে ছাত্রীর পরিবারকে হুমকি, মারধর!
বর্তমান | ০৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অপহরণের অভিযোগ তুলতে ছাত্রীর পরিবারকে চাপ। সঙ্গে মারধর ও হুমকির অভিযোগ। ঘটনার জেরে জলপাইগুড়ি পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপতের দ্বারস্থ দশম শ্রেণির ছাত্রীর ওই পরিবার।
পুলিস সুপার বলেন, মেয়েটির পরিবার আমার কাছে এসেছিল। তাদের অভিযোগ শুনেছি। পুলিস বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এসপির দাবি, গত এপ্রিলের ঘটনা। মেয়ে ও ছেলেটি নাবালক। ঘটনায় পকসো আইনে মামলাও হয়েছে।
ছাত্রীর মায়ের অভিযোগ, গত এপ্রিলে এলাকার এক নাবালিকা তাঁর মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যায়। এনিয়ে থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিস ওই নাবালক ও মেয়েকে উদ্ধার করে আনে। থানা থেকে মেয়েকে হোমে পাঠানো হয়। সম্প্রতি সেখান থেকে মেয়ে বাড়িতে আসে। তারপর থেকেই ছেলেটির পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।
ছাত্রীর মা বলেন, গত ৩০ জুন ছেলেটির পরিবারের লোকজন আমাকে ও মেয়েকে রাস্তায় আটকে মারধর করে। আমরা জলপাইগুড়ি মেডিক্যালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হই। এরপর জলপাইগুড়ি মহিলা থানা ও কোতোয়ালি থানায় ঘুরলেও অভিযোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে পুলিস সুপারের দ্বারস্থ হয়েছি।
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে ছেলেটির পরিবার। তাদের পাল্টা দাবি, মেয়েটির পরিবার তাদের উপর হামলা চালানোর পাশাপাশি বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করে। তারাও বিষয়টি পুলিসকে জানিয়েছে।