• পথ নিরাপত্তা সপ্তাহে বেপরোয়া লরির ধাক্কায় মহানগরে মৃত্যু যুবকের
    বর্তমান | ০৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে সোমবার। উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে কলকাতার পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা বলেছিলেন, গত বছরের প্রথম ৬ মাসের তুলনায় এবার এখনও পর্যন্ত পথ দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমেছে। সেই বক্তব্যের ৪৮ ঘণ্টার মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল শহরে। পণ্যবাহী লরির বেপরোয়া গতিতে প্রাণ গেল এক পথচারীর। 

    বুধবার রাতে উত্তর বন্দর থানা এলাকার আর্মেনিয়ান ঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। বিপজ্জনক গতিতে থাকা একটি লরি এক পথচারীর উপর দিয়ে চলে যায়। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিস জানিয়েছে, মৃতের নাম বলরাম সিং (৩৯)। হাওড়ার লিলুয়া থানা এলাকার নতুনপাড়ার বাসিন্দা তিনি। বলরাম পেশায় ক্যুরিয়র বয়। এদিন রাতে কাজ শেষ করে অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি। আর্মেনিয়ান ঘাটের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগতিতে ছুটে আসে পণ্যবাহী গাড়িটি। তিনি রাস্তা ধারে সরে গেলেও চালক নিয়ন্ত্রণে রাখতে পারেননি। লরির ধাক্কায় রাস্তায় পড়ে যান বলরাম। পিছনের বাঁদিকের চাকা যুবকের পায়ের উপর দিয়ে চলে যায়। স্থানীয়রাই পুলিসে খবর দেন। 

    ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান ট্রাফিক গার্ড ও উত্তর বন্দর থানার পুলিস। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিস জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়ি ও এলাকা ছেড়ে চম্পট দেন চালক। বিপজ্জনকভাবে গাড়ি চালানো ও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে উত্তর বন্দর থানার পুলিস। ঘাতক লরির নম্বরের সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। এরপরেই চালককে গ্রেপ্তার করেন তাঁরা। লালবাজার জানিয়েছে, ধৃত লরিচালকের নাম বরেন্দ্রনাথ শ্যামল (৫৫)। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তিনি। লালবাজারের এক পদস্থকর্তা বলেন, ঘটনার তদন্তভার গ্রহণ করেছে ট্রাফিক বিভাগের ফেটাল স্কোয়াড। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। চালক সেই সময় মদ্যপ অবস্থায় ছিল কি না, তা জানার জন্য মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি, দুর্ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)