• হেলমেটবিহীন বাইকচালককে ধরতে গিয়ে চুরির কিনারা করলেন সার্জেন্ট
    বর্তমান | ০৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরদুপুরে হেলমেট না পরেই একটি বাইকে চেপে যাচ্ছিলেন তিন যুবক। ঘটনাস্থল এজেসি বোস রোড, কলকাতা পুরসভার গ্যারাজের সামনে। বিষয়টি নজরে আসতেই সেটিকে তাড়া করেন পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্তব্যরত সার্জেন্ট এম এস মহাপাত্র। সার্জেন্টকে আসতে দেখে বাইক ছেড়ে পালিয়ে যান দুই আরোহী। কিন্তু বাইকচালক 

    গুলশন কলোনির বাসিন্দা গুলাম 

    রেজা পালাতে পারেননি। তাঁকে আটক করে বাইকের নথিপত্র দেখতে চান 

    ওই সার্জেন্ট। কিন্তু কিছুই দেখাতে পারেননি তিনি। তখন ওই যুবককে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পাশাপাশি পার্ক 

    সার্কাস ট্রাফিক গার্ডের টিম বাইকের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে তার মালিকের খোঁজ শুরু করে। তাতেই জানা যায়, বাইকের আসল মালিক তালতলা থানা এলাকার বাসিন্দা মহম্মদ মুদেশ্বর। বুধবার রাতেই তাঁর বাড়ির সামনে থেকেই বাইকটি চুরি গিয়েছে বলে অভিযোগ। এরপরই তালতলা থানার অফিসারের হাতে আটক যুবক এবং চোরাই বাইকটি তুলে দেন 

    পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের সার্জেন্ট। 

    এদিকে, এই ঘটনার তদন্ত শুরু করেছে তালতলা থানা। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এই বাইক চুরি চক্রের বাকি সদস্যদের হদিস পেতে চাইছে তালতলা থানা।
  • Link to this news (বর্তমান)