নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাসপোর্ট জালিয়াতির অভিযোগে বুধবার পার্ক স্ট্রিট থানার পুলিস ওয়ারিঙ্গা নামে কেনিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা
হলে বিচারক তাকে ১৪ দিনের
জেল হেফাজতের নির্দেশ দেন। প্রয়োজনে কেনিয়ার এই নাগরিককে জেলে গিয়ে জেরা করা হতে পারে বলে আদালত সূত্রের খবর। সরকারি আইনজীবী রাধানাথ রং এদিন আদালতে বলেন, কেনিয়ার ওই নাগরিকের বিরুদ্ধে অভিযোগ,
তিনি সেদেশের এক ব্যক্তির পাসপোর্ট হাতিয়ে তাতে নিজের ছবি সেঁটে জালিয়াতি করে এদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন। তা করতে
গিয়েই ধরা পড়ে যান তিনি। তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। সরকারি কৌঁসুলি তাতে আপত্তি জানিয়ে বলেন, জাল পাসপোর্ট দিয়ে অভিযুক্ত ব্যক্তি কেন এদেশে প্রবেশ করতে এসেছিলেন, তা খতিয়ে দেখা দরকার। বিচারক উভয়পক্ষের বক্তব্য শোনার পর জামিনের আর্জি খারিজ করে দেন।