বনগাঁ হাসপাতালে সফলভাবে প্রথম টোটাল হিপ রিপ্লেসমেন্ট
বর্তমান | ০৪ জুলাই ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: জটিল অস্ত্রোপচার হলেও সফলভাবে তা সম্পন্ন করে নজির গড়ল বনগাঁর সুপার স্পেশালিটি হাসপাতাল। এক গৃহবধূর ‘টোটাল হিপ রিপ্লেসমেন্ট’ হল বৃহস্পতিবার। হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ ডাঃ স্বপন মণ্ডল ও আনাস্থেটিস তথা হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণচন্দ্র বড়াইয়ের তত্ত্বাবধানে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অপারেশনের পর সুস্থ রয়েছেন রোগী জ্যোৎস্না দাস (৩৫)। আগামী কয়েকদিন তাঁকে অবশ্য হাসপাতালের তত্ত্বাবধানেই থাকতে হবে। নদীয়ার গাংনাপুরের বাসিন্দা জ্যোৎস্না দাস দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছিলেন। এরমধ্যে মাস তিনেক আগে পড়ে গিয়ে পায়ে বড়সড় চোট পেয়েছিলেন। ওঠা, বসা বা চলাফেরায় সমস্যা হচ্ছিল তাঁর। সঙ্গে ছিল অসহ্য যন্ত্রণা। হাড় ভাঙার চিকিৎসার পাশাপাশি ওষুধ ও ফিজিওথেরাপি করালেও ব্যথার উপশম হয়নি। পরে তিনি আসেন বনগাঁ হাসপাতালে ডাঃ স্বপন মণ্ডলের কাছে। স্বাস্থ্যসাথীর মাধ্যমেই তখন তাঁর পায়ে অপারেশন করা হয়। মাসখানেক আগে আবার পড়ে গেলে হিপ জয়েন্টের হাড় সরে যায়। তিনি ফের ওই চিকিৎসকের কাছে এলে তাঁকে ‘টোটাল হিপ রিপ্লেসমেন্ট’-এর কথা বলা হয়। যা অনেকটাই ব্যয়বহুল। দুঃস্থ জ্যোৎস্নাদেবীকে শেষমেশ বনগাঁ হাসপাতালে ভর্তি করে অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসক। বৃহস্পতিবার হাসপাতাল সুপার, নার্স ও সহকারীদের সাহায্যে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে এই অপারেশন হয়। ডাঃ স্বপন মণ্ডল বলেন, এটা বনগাঁ হাসপাতালের কাছে খুবই জটিল অপারেশন। মহিলা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছিলেন। হাতুড়ে চিকিৎসকদের কাছ থেকে নানা ধরনের ওষুধ খাওয়ায় হাড় ভঙ্গুর হয়ে গিয়েছে। আমরা সকলে মিলে অসাধ্য সাধন করেছি। এবিষয়ে বনগাঁ হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, এই হাসপাতালে এটাই প্রথম টোটাল হিপ রিপ্লেসমেন্ট। আগামী দিনে আমরা হাঁটু রিপ্লেসমেন্টও করব। বর্তমানে টেন্ডন রিপেয়ারের মতো চিকিৎসা এখানে হয়। এই ধরনের অপারেশন সাধারণত মেডিক্যাল কলেজের ক্ষেত্রে করা সম্ভব। এখন রোগীকে ডাক্তার ও নার্সদের পর্যবেক্ষণে সাধারণ বেডে রাখা হয়েছে।
এনিয়ে উত্তর ২৪ পরগনার সিএমওএইচ ডাঃ সমুদ্র সেনগুপ্ত বলেন, এটি অত্যন্ত জটিল অপারেশন। সাধারণত মেডিক্যাল কলেজ বা বড় নার্সিংহোমে এই অপারশেন করা হয়। কিন্তু, বনগাঁ হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে রোগীর সফল অপারেশন করল। উল্লেখ্য, আগে বনগাঁ হাসপাতালে ছোটখাট অর্থোপেডিক অপারেশন হলেও টোটাল হিপ রিপ্লেসমেন্টের মতো অন্তিম পর্যায়ের অপারেশন হয়নি। এই অপারেশন সফলভাবে হওয়ায় আগামী দিনে এধরনের নানা অপারেশনের জন্য বনগাঁ মহকুমার রোগীদের আর অন্যত্র ছুটতে হবে না। -নিজস্ব চিত্র