নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরের রাধাগোবিন্দপল্লি এলাকায় রেললাইন পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সরকারিভাবে এটি লেভেল ক্রসিং না হলেও স্থানীয় মানুষজন নিজেদের সুবিধার্থে এই পথকেই পারাপারের জন্য বেছে নিয়েছেন। লাইনের দু’ধারে ঢাল বেয়ে নেমে গিয়েছে রাস্তা। ওই রাস্তা ধরেই ছোট গাড়ি, বাইক, ভ্যান, টোটো, সাইকেল এসে ওঠে রেললাইনে। এখানে দুই লাইনের মাঝের অংশে মাটি জমে শক্ত হয়ে যাওয়ায় অনায়াসেই চলে যেতে পারে গাড়ি। কিন্তু এভাবে গাড়ি ও পথচারীরা চলাচল করায় যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই রাজপুর সোনারপুর পুরসভা ও আরপিএফ পৃথকভাবে ওই অলিখিত ক্রসিংয়ে যান নিয়ন্ত্রণের জন্য তিনজনকে নিযুক্ত করেছে।
পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এই রেল ক্রসিং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের অন্যতম পথ। তাঁদের দাবি, এখান দিয়ে লাইন পারাপার বন্ধ করে দেওয়া হলে সাধারণ মানুষের সমস্যা হবে। সেকারণে স্থায়ী সমাধান চেয়ে বুধবার আন্দোলনে শামিল হয়েছিলেন এলাকার মানুষ। হয়েছিল বিক্ষোভ, অবরোধ। তার জেরেই বৃহস্পতিবার থেকে ক্রসিংয়ের মুখে বসানো হয়েছে পাহারা। দেখা গেল, লাইনের ধারে দাঁড়িয়ে দুই গ্রিন পুলিস যান চলাচলের উপর নজর রাখছেন। সেইসঙ্গে রয়েছেন আরপিএফের এক কর্মীও। ট্রেনের হর্ন শুনলেই লাইন পারাপার বন্ধ করে দিচ্ছেন তাঁরা। ট্রেন চলে গেলে ফের শুরু হচ্ছে যাতায়াত। জানা গিয়েছে, এই রেললাইনে প্রায়ই কোনও না কোনও গাড়ির চাকা আটকে যায়। তখন ওই গাড়িকে লাইন থেকে সরাতে অনেক কসরত করতে হয় চালককে। এই একই জায়গায় ইতিমধ্যেই দু’টি দুর্ঘটনা হয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলার প্রণবেশ মণ্ডল বলেন, এই জায়গায় একটি লেভেল ক্রসিং করার জন্য প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী সহ রেলের পদস্থ কর্তাদের চিঠি দেওয়া হয়েছে। সংসদেও বিষয়টি তুলেছেন সাংসদরা। কিন্তু রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্যোগ নেয়নি। প্রতিদিন অন্তত দশ হাজার মানুষ এই জায়গা দিয়ে লাইন পারাপার করেন। রাধাগোবিন্দ পল্লিতে অবিলম্বে লেভেল ক্রসিং তৈরি করা উচিত।
এ প্রসঙ্গে রেলের এক আধিকারিক বলেন, সরকারিভাবে ওই জায়গায় লেভেল ক্রসিং নেই। তা সত্ত্বেও স্থানীয় মানুষ রেলের কাছে তাঁদের সমস্যার কথা জানালে আমরা বিবেচনা করব।-নিজস্ব চিত্র