• মোটা লাভের আশায় প্রতারিত ব্যাঙ্ককর্মী, কলকাতায় গ্রেপ্তার ১
    বর্তমান | ০৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: মোটা টাকা লাভের আশা করে সাইবার প্রতারণার শিকার হলেন এক ব্যাঙ্কেরই পদস্থ কর্মী। প্রতারকদের পাতা ফাঁদে পড়ে তাঁর মোট ৫৪ লক্ষ ২৪ হাজার টাকা খোয়া যায়। এনিয়ে বারাসত সাইবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্ত চালিয়ে প্রতারণা চক্রে জড়িত এক অভিযুক্তকে বুধবার রাতে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে বারাসত সাইবার থানার পুলিস। ধৃতের নাম নুর আহমেদ। তার কাছ থেকে ১০ লক্ষ টাকা উদ্ধারও করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

    অশোকনগরের বাসিন্দা সুব্রত মণ্ডল পেশায় একটি বেসরকারি ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্মী। এখন নিত্যনতুন অ্যাপ চালু করেও প্রতারকরা ফাঁদ পাতছে। তেমনি একটি অনলাইন ব্যবসার প্রশিক্ষণ নেওয়ার জন্য অ্যাপে যুক্ত হন তিনি। ব্যবসার জন্য কিছুদিনের একটা প্রশিক্ষণও করানো হয়। এরপর ব্যবসায় বিনিয়োগ করলে মোটা টাকা লাভের প্রলোভন দেখানো হয় তাঁকে। প্রতারকদের পাতা ফাঁদে পড়ে তিনি বিনিয়োগ করতে শুরু করেন। কয়েক দফায় ৩৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন। লাভের পরিমাণ তাঁকে দেখানো হয় প্রায় ১ কোটি। তবে লাভের টাকা তোলার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। এরপর প্রতারকরা আরও টাকা বিনিয়োগ করলে একসঙ্গে দেড় কোটি টাকা ফেরত পাবেন বলে প্রলোভন দেখায়। শেষে দেড় কোটি টাকা পাওয়ার জন্য সুব্রত শেয়ার বিক্রি করেন, নিজের ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে মোট ৫৪ লক্ষ ২৪ হাজার টাকা বিনিয়োগ করেন। কিন্তু এরপর লাভের দেড় কোটি টাকা তোলার চেষ্টা করতেই অ্যাপ বন্ধ করে দেয় প্রতারকরা। শেষে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সুব্রত বারাসত সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। বারাসত সাইবার ক্রাইম থানার পুলিস জানিয়েছে, তদন্তে নেমে বুধবার রাতে কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে নুর আহমেদ নামে প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ লক্ষ টাকা। তাঁকে জেরা করে চক্রে যুক্ত বাকিদের খোঁজ করার চেষ্টা করা হচ্ছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)