কিশোরী মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ, হাড়োয়ায় ধৃত সৎ বাবা
বর্তমান | ০৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি হাড়োয়া থানা এলাকার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মিন্টু পারুই। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বছরখানেক আগে প্রথম স্ত্রীর সঙ্গে মিন্টুর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তারপর কন্যাসহ এক মহিলাকে বিয়ে করেন তিনি। অভিযোগ, দ্বিতীয় পক্ষের স্ত্রী বাইরে কাজে গেলে সেই সুযোগে মিন্টু তাঁর মেয়েকে প্রথমে একবার ধর্ষণ করেন। একথা বাইরে কাউকে জানালে কিশোরীকে খুন করার হুমকিও দিয়েছিলেন তিনি। এরপর দিনে দিনে মেয়ের উপর তাঁর অত্যাচার বাড়তে থাকে। সুযোগ পেলেই তিনি কিশোরী মেয়েকে ধর্ষণ করতেন বলে অভিযোগ।
সেই অত্যাচারে কিশোরী অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তখনই মাকে সে সৎ বাবার কীর্তির কথা জানিয়ে দেয়। মেয়ের উপর এমন অত্যাচারের কথা জানতে পেরে ওই মহিলা হাড়োয়া থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বুধবার রাতে মিন্টুকে পুলিস গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। কিশোরীর মা স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।