• কল্যাণী এক্সপ্রেসওয়ের গতিই এখন মরণফাঁদ, বিশেষ নজরদারি পথ নিরাপত্তা সপ্তাহে
    বর্তমান | ০৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি অনেক বেড়েছে। কিন্তু তার ফলে দুর্ঘটনাও ঘটছে। এই রাস্তার বাড়তি গতিই এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এনিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বারাকপুর পুলিস কমিশনারেট। এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের আরও সচেতন করতে ৮ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছে ট্রাফিক পুলিস। 

    বারাকপুর, আতপুর এবং কাঁচরাপাড়ার কাঁপা মিলিয়ে যে সাতটি ট্রাফিক গার্ড রয়েছে, সেখানে সপ্তাহ জুড়ে মোট ৪২টি কর্মসূচির পরিকল্পনা নিয়েছে পুলিস। সচেতনতামূলক কর্মসূচি করা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী থেকে স্থানীয় বাসিন্দা, চালকদের নিয়ে। পাশাপাশি লিফলেট ও হেলমেট বিতরণ ছাড়াও রক্তদান শিবির এবং স্বাস্থ্যশিবির করা হচ্ছে। কমিশনারেট এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে চলছে পুলিসের বিশেষ নজরদারি। বারাকপুরের ডিসি (সদর এবং ট্রাফিক) অতুল বিশ্বনাথন বলেন, পথ দুর্ঘটনায় মৃত্যু আটকাতে আমরা সচেতনতামূলক প্রচার চালাচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিশেষ নজর দেওয়া হয়েছে। তবে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। তবেই কমবে দুর্ঘটনা।
  • Link to this news (বর্তমান)